ইটাহারে ভদ্রকালী মাতার নতুন পাথরের মূর্তি প্রতিস্থাপন করণদিঘীর বিধায়ক গৌতম পালের

ইটাহারে ভদ্রকালী মাতার নতুন পাথরের মূর্তি প্রতিস্থাপন করণদিঘীর বিধায়ক গৌতম পালের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ইটাহারে ভদ্রকালী মাতার নতুন পাথরের মূর্তি প্রতিস্থাপন করণদিঘীর বিধায়ক গৌতম পালের। ভদ্রকালী মাতার নতুন পাথরের মূর্তি প্রতিস্থাপন করে নিষ্ঠার সঙ্গে কালী পূজার আয়োজন করলেন করণদিঘীর বিধায়ক গৌতম পাল। বিধায়ককে এমনি মহতি উদ্যোগ নিতে দেখা গেলো উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের ভদ্রশিলা মোরলপাড়া এলাকায়।

 

কথিত আছে এই ভদ্রকালী মাতার নামে এই গ্রামের নাম হয় ভদ্রশিলা। জানাযায়, ভদ্রশিলা মোরলপাড়া গ্রামের ভদ্রকালী মাতার মন্দিরে কয়েকশো বছর আগে পাথরের মূর্তিতে পূজা হত। তবে প্রাকৃতিক বিপর্যয় মন্দির ভেঙে যাওয়ায় তৎকালীন দুর্গাপুর এলাকার ভূপালপুর রাজবাড়ির জমিদার সেই মূর্তিটি ভদ্রশিলা থেকে তার জমিদার বাড়িতে নিয়ে গিয়ে প্রতিস্থাপন করেন।

 

তারপর থেকে বেশকিছু পাথরের টুকরোতে গ্রামের বাসিন্দারা মায়ের পূজা করে আসছিলেন। কিন্তু গ্রামবাসীদের দাবি মেনে গতবছর জরাজীর্ণ মন্দির এলাকার বাসিন্দা তথা করণদীঘির বিধায়ক গৌতম পাল স্বর্গীয় পিতা অতুল চন্দ্র পালের স্মৃতিতে পুনর্নির্মাণ করেন। তবে গ্রামের বাসিন্দাদের এরকটি দাবি ছিল মন্দির প্রাঙ্গণে ভদ্রকালী মায়ের পাথের মূর্তি প্রতিস্থাপনের। সেই দাবি মেনে বিধায়ক গৌতম পাল নিজ উদ্যোগে এদিন রাজস্থান থেকে আনা মায়ের সুসজ্জিত পাথরের মূর্তি তার স্ত্রী তথা উত্তর দিনাজপুর জেলা পরিষদের কর্মাধক্ষা পম্পা পাল সহ এলাকার আপামর বাসিন্দাদের নিয়ে প্রতিস্থাপন করেন।

আরও পড়ুন – নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে জেলে সিভিক ভলেন্টিয়ার

মূর্তি প্রতিস্থাপন উপলক্ষে এদিন মন্দির প্রাঙ্গণে সারম্বরের সাথে ভদ্রকালী মাতার পূজার আয়োজন করা হয়। দুধ ও ঘি দিয়ে মায়ের মূর্তির অভিষেক করে পূজা শ্রদ্ধার সঙ্গে সস্ত্রীক পূজা দেন বিধায়ক গৌতম পাল। পূজাকে ঘিরে এদিন এলাকার বহু সাধারণ মানুষ উপস্থিত হন ভদ্রকালী মাতার মন্দির প্রাঙ্গণে। মূর্তি প্রতিস্থাপনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভদ্রশিলা গ্রামের বাসিন্দারা ধন্যবাদ জানান বিধায়ক গৌতম পালকে। ইটাহারে ভদ্রকালী

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top