নদীতে ইট বোঝাই নৌকা সহ তিনজনকে অপহরন,উদ্ধার অপহৃত ও নৌকা । বসিরহাট থেকে ইট বোঝাই নৌকা পাথরপ্রতিমায় যাওয়ার পথে কুলতলিতে মাতলা নদীতে নৌকা সহ তিন ব্যক্তিকে অপহরণ অভিযোগ ওঠে। অভিযোগ, ৬ দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে বন্দুক দেখিয়ে মারধোর করে টাকা-পয়সা, মোবাইল ছিনিয়ে নিয়ে সুন্দরবনের গভীর জঙ্গলে তাঁদের নিয়ে যায়। তিনজন কে হাত-পা বাঁধা হয়েছিল। সোমবার সকালে কুলতলি থানার পুলিশের তৎপরতায় সুন্দরবনের ঝড়খালির সূর্যমণি জঙ্গল থেকে অক্ষত অবস্থায় তিন ব্যক্তিকে উদ্ধার হয়। পাশাপাশি, মৈপীঠ উপকূল থানার পুলিশ শনিবারের ঘাট এলাকা থেকে নিখোঁজ থাকা নৌকাটির খোঁজ পায়। উদ্ধার হয়েছে ইট। পুলিশ এই ঘটনায় তল্লাশি চালিয়ে দু’জন কে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের নাম আয়ুব ঢালি, আবুল হাসান সরদার। বাড়ি কুলতলির গোপালগঞ্জ এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে বসিরহাট থেকে ২৩ হাজার ইট নৌকা করে পাথরপ্রতিমায় নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় কুলতলির গোপালগঞ্জ পঞ্চায়েতের কুলিপাড়া টেঁক এলাকায় মাতলা নদীতে ওই নৌকা অপহরণের অভিযোগ ওঠে। সোমবার সকালে নৌকা সহ তিন ব্যক্তির ফোনে খোঁজ না মেলায় তাঁদের পরিচিতরা কুলতলি থানায় অপহরণের অভিযোগ করেন। এই অভিযোগ পাওয়ার পরেই কুলতলি থানার পুলিশ মাতলা নদীতে স্পীড বোট, লঞ্চ নিয়ে তল্লাশি চালিয়ে ঝড়খালি থেকে তাঁদের উদ্ধার করে। আরিফুল্লা মোল্লা, হান্নান মণ্ডল, ইমাম মণ্ডল কে উদ্ধার করা হয়। এঁদের বাড়ি বসিরহাট থানা এলাকায়।
আরও পড়ুন – ভরসন্ধেয় তিলোত্তমায় জোড়া খুন, উদ্ধার হলো দম্পতির রক্তাক্ত দেহ
উল্লেখ্য, বসিরহাট থেকে ইট বোঝাই নৌকা পাথরপ্রতিমায় যাওয়ার পথে কুলতলিতে মাতলা নদীতে নৌকা সহ তিন ব্যক্তিকে অপহরণ অভিযোগ ওঠে। অভিযোগ, ৬ দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে বন্দুক দেখিয়ে মারধোর করে টাকা-পয়সা, মোবাইল ছিনিয়ে নিয়ে সুন্দরবনের গভীর জঙ্গলে তাঁদের নিয়ে যায়। তিনজন কে হাত-পা বাঁধা হয়েছিল। সোমবার সকালে কুলতলি থানার পুলিশের তৎপরতায় সুন্দরবনের ঝড়খালির সূর্যমণি জঙ্গল থেকে অক্ষত অবস্থায় তিন ব্যক্তিকে উদ্ধার হয়। পাশাপাশি, মৈপীঠ উপকূল থানার পুলিশ শনিবারের ঘাট এলাকা থেকে নিখোঁজ থাকা নৌকাটির খোঁজ পায়। উদ্ধার হয়েছে ইট। পুলিশ এই ঘটনায় তল্লাশি চালিয়ে দু’জন কে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের নাম আয়ুব ঢালি, আবুল হাসান সরদার। বাড়ি কুলতলির গোপালগঞ্জ এলাকায়।