বিনোদন – টানা প্রায় ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার রাতে দিল্লির ইডি দফতর থেকে কলকাতায় ফেরেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা। বেটিং অ্যাপের প্রচারে যুক্ত থাকার অভিযোগেই তাঁকে প্রশ্ন করা হয়।
সূত্রের খবর, তদন্তকারীরা অঙ্কুশকে জানতে চান— অ্যাপ সংস্থার সঙ্গে কী ধরনের চুক্তি হয়েছিল, কীভাবে পেমেন্ট পান, নগদে কোনও লেনদেন হয়েছিল কিনা এবং তাঁর অ্যাকাউন্ট ব্যবহার করে অন্যত্র টাকা পাঠানো হয়েছিল কিনা। বেআইনি জেনেও কেন প্রচারে অংশ নিলেন, সেই প্রশ্নও করা হয়।
অভিনেত্রী মিমি চক্রবর্তীর পর অঙ্কুশকে জিজ্ঞাসাবাদ করল ইডি। তদন্তে সহযোগিতা করেছেন তিনি বলে সূত্রের দাবি। একই মামলায় বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা হাজিরা এড়ালেও আগামী সপ্তাহে তলব করা হয়েছে যুবরাজ সিং, রবীন উথাপ্পা ও সোনু সুদকে।
