রাজ্য – তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইডি দপ্তরের ফাইল উদ্ধারের ঘটনায় বঙ্গ বিজেপি কার্যত কোণঠাসা অবস্থায়। রাজ্য নেতৃত্বের সামনে এখন দ্বিমুখী চাপ: আইনি পদক্ষেপ নিলে ভোটারদের আবেগ হারানোর আশঙ্কা, আর চুপ থাকলে ভাবমূর্তিতে সংকট দেখা দিতে পারে। এই ‘শাঁখের করাত’-সদৃশ পরিস্থিতিতে কৌশল খুঁজে পাচ্ছেন না রাজ্যের নেতা-কর্মীরা।
বর্তমান অচলাবস্থা কাটাতে রাজ্য নেতৃত্ব এখন দিল্লির হাইকমান্ডের মুখাপেক্ষী। কেন্দ্রীয় নেতৃত্ব—নরেন্দ্র মোদি ও অমিত শাহ—কী নির্দেশ দেবেন, তার অপেক্ষায় প্রহর গুনছেন সুকান্ত-দিলীপরা। একই সঙ্গে আদালতের রায়ের ওপরও নজর রাখা হচ্ছে। মমতার এই পদক্ষেপের বিরুদ্ধে আদালত কী রায় দেয়, তার ভিত্তিতেই পরবর্তী আন্দোলন ও রাজনৈতিক রূপরেখা তৈরি করতে চাইছে বঙ্গ বিজেপি।




















