নিজস্ব সংবাদদাতা, কোলকাতা, ২৪ নভেম্বর, ইডেনের গ্যালারিতে বসেই চলছিল বেটিং । লাইভ ম্যাচ দেখতে দেখতেই সম্প্রচার বিলম্বের সুবিধা নিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে চলছিল বেটিং। গোপন সূত্রে খবর পেয়ে গ্যালারির ব্লক এফ ১ ও জি ১ -এ নজর রাখছিলেন গোয়েন্দারা। সাদা পোশাকে দর্শকদের মধ্যে মিশে ছিলেন তাঁরা। জি ১ ব্লকেই ধরা পড়ে যায় চক্রের তিনজন। ধৃতদের নাম শম্ভু দয়াল (৪০), মুকেশ গোরে (৪৬) ও চেতন শর্মা (৩১)। শম্ভু রাজস্থানের চিতোরের বাসিন্দা, মুকেশ মধ্যপ্রদেশের ইন্দোর এবং চেতন ওই রাজ্যেরই গুনা জেলার বাসিন্দা।
ধৃতদের কাছ থেকে ১০ টি মোবাইল ফোন ও ৪ টি ডিভাইস উদ্ধার হয় ।ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও দু’জনের খোঁজ পাওয়া যায়। তারা হোটেলে বসেই বেটিং চক্রে সক্রিয় ছিল। তাদের নাম অভিষেক সুয়ালকা (৩৫) এবং আইয়ুব আলি (৪৪) । উপস্থিত তিনজনের সঙ্গে যোগাযোগ রাখছিল তারা। চক্রের সদস্যদের কাছ থেকে ১৪ লাখ টাকা উদ্ধার হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় আনা হয়, ঘটনাটি নিয়ে খতিয়ে দেখছে পুলিশ ।