কলকাতা – ইডেন গার্ডেন্সে বসেই মোবাইল ব্যবহার করে বেটিং চক্র চালাচ্ছিলেন ভিনরাজ্যের তিন যুবক। বিশেষ সূত্রে খবরের ভিত্তিতে শনিবার তাদের হাতেনাতে গ্রেপ্তার করে লালবাজারের গোয়েন্দা দফতর। ধৃতদের নাম আলতাফ খান, অঙ্কুশ রাজ এবং পাটেল পিঙ্কল কুমার। তারা যথাক্রমে মহারাষ্ট্র, বিহার এবং গুজরাটের বাসিন্দা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতে থাকা টেস্ট ম্যাচের মাঝেই ‘এফ-১’ ব্লকের গ্যালারি থেকে মোবাইল অ্যাপের সাহায্যে বেটিং চালানোর অভিযোগ উঠেছে এই তিনজনের বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পাওয়ার পর গোয়েন্দা ও গুন্ডাদমন শাখার আধিকারিকরা ইডেনে হানা দেন। নির্দিষ্ট ব্লকে গিয়ে তিন যুবককে বেটিংয়ের সময় হাতেনাতে পাকড়াও করা হয়। তাদের মোবাইলে বিভিন্ন বেটিং অ্যাপ ব্যবহারের প্রমাণ মিলেছে বলেও দাবি তদন্তকারীদের। অনুমান করা হচ্ছে, চলতি টেস্টকে কেন্দ্র করে বড় ধরনের বেটিং চক্র সক্রিয় ছিল এবং তাতে আরও অনেকে জড়িত থাকতে পারে। ধৃতদের জেরা করে সেই নেটওয়ার্কের সন্ধানেই এখন পুলিশ।
উল্লেখ্য, শুক্রবার শুরু হওয়া ভারত–দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচকে ঘিরে ইডেনে দীর্ঘদিন পরে উত্তেজনা তুঙ্গে ছিল। প্রায় ছয় বছর পর ইডেনে ফের টেস্ট ম্যাচের আয়োজন হওয়ায় প্রতিদিনই ২৫ হাজারের বেশি দর্শক উপস্থিত ছিলেন গ্যালারিতে। তবে ম্যাচ শেষ হয়ে যায় মাত্র আড়াই দিনে। জয়ের জন্য ভারতের সামনে ১২৪ রানের লক্ষ্য ছুড়ে দিয়েও শেষ পর্যন্ত ভারত মাত্র ৯৩ রানে অলআউট হয়ে কার্যত আত্মসমর্পণ করে।




















