২৬ নভেম্বর, পাঁচ দিনের এই ঐতিহাসিক গোলাপি বলের টেস্ট শেষ হল তিন দিনের আগেই। শুক্র, শনি হয়ে রবিবার বেলা গড়ানোর আগেই শেষ হল এই টেস্ট ম্যাচ। টেস্ট ম্যাচ দেখতে বাংলার ক্রিকেটপ্রেমীদের ভীড় ইডেনে উপছে পড়ে। রবিবার প্রথমেই ম্যাচ এর ফলাফল দর্শক বুঝে গেলেও গ্যালারি থেকে ওঠেনি কেউই বরং আরও বেশি উচ্ছ্বাসে মেতে উঠেছিল সকলেই যা দেখে রীতিমতো অভিভূত বিরাট। তবে শেষ দুদিন আর আসা হবে না টেস্ট ম্যাচ দেখতে তার জন্য অনেকেই দুঃখ প্রকাশ করে। রবিবার অনেকেই মনমরা হয়ে বাড়ি ফেরে। শেষ দুদিন না হলেও প্রথম তিন দিন বাঙালি যেটা পেল তা মনের খাতা থেকে কোনওদিন মোছার নয়। আর তা সফল হয়েছে একজনের জন্যই যিনি হলেন ক্রিকেট গুরু সৌরভ গাঙ্গুলি।
ভারতীয় ক্রিকেটকে এই পর্যায়ে নিয়ে আসার কৃতিত্ব সবটুকুই সৌরভ কেই দিচ্ছেন বিরাট কোহলি। ম্যাচ শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে এসে নির্দ্ধিধায় তিনি জানিয়ে দেন, ‘ দাদার কারনেই আজ ভারতীয় দল এতটা সফল’। তবে চতুর্থ ও পঞ্চম দিনে যাঁরা খেলা দেখবেন বলে মনস্থ করেছিলেন তাদের আশায় জল ঢেলে দিল ভারতীয় দলের পারফরম্যান্স, টিকিট কেটেও খেলা দেখা হল না, যদিও এমন আশঙ্কা আগেই ছিল। এইসব দর্শকদের শোকে কিছুটা হলেও মলম দিল সিএবির সিদ্ধান্ত। তাঁদের টিকিটের টাকাটা ফেরত দিয়ে দেওয়া হবে। বিসিসিআই-এর বিধি অনুসারে কোনও টেস্ট ম্যাচে একটাও বল খেলা হলে সেই ম্যাচের আর কোনও টিকিটের টাকা ফেরত পাবেন না দর্শকরা কিন্তু সেই বিধি ভেঙে ইডেন টেস্টের শেষ ২ দিনের টাকা ফেরত দিতে চলেছে সিএবি।



















