ইতিহাসের পাতায় কমনওয়েলথে ভারত …

ইতিহাসের পাতায় কমনওয়েলথে ভারত …

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ইতিহাসের পাতায় কমনওয়েলথে ভারত …

১। ১৯৩০ সালে কমনওয়েলথ গেমস শুরু হলেও সে বার অংশ নেয়নি ভারত। এছাড়াও ১৯৫০, ১৯৬২, ১৯৮৬ কমনওয়েলথ গেমসেও ভারতের প্রতিনিধি ছিল না।

২। ১৯৩৪ লন্ডন গেমসে ভারতের ৬ জন অ্যাথলিট অংশ নেন। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ১০ টি ইভেন্ট এবং কুস্তির একটি ইভেন্টে অংশ নেন তাঁরা। সে বার একটিই পদক জেতে ভারত। অভিষেক কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে একমাত্র পদক জেতেন রশিদ আনওয়ার। ৭৪ কেজি ফ্রি স্টাইল কুস্তিতে ব্রোঞ্জ রশিদের।

৩। এখনও অবধি কমনওয়েলথ গেমসে ভারতের মোট পদক সংখ্যা ৫০৩। এর মধ্যে ১৮১ টি সোনা, ১৭৩ টি রুপো এবং ১৪৯ টি ব্রোঞ্জ।

আরও পড়ুন – অবশেষে কাটল ধোঁয়াশা, দিবালার নতুন ঠিকানা রোমা

৪। কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম সোনার পদক আসে কিংবদন্তি মিলখা সিংয়ের সৌজন্যে। ১৯৫৮ কমনওয়েলথ গেমসে ৪৪০ গজ ইভেন্টে সোনার পদক জেতেন তিনি। সে বারের গেমসেই আরও একটি সোনা জেতে ভারত। হেভিওয়েট কুস্তিগির লিলা রাম ১০০ কেজি ফ্রি- স্টাইল ক্যাটেগরিতে সোনা জেতেন। ১৯৫৮ কমনওয়েলথ গেমস ভারতের কাছে টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। প্রথম বার ভারতের দুই মহিলা প্রতিনিধি স্টেফানি ডি’সুজা এবং এলিজাবেথ ডেভেনপোর্ট অংশ নেন।

 

৫। পিস্তল শুটার যশপাল রানা কমনওয়েলথ গেমসে ভারতীয়দের মধ্যে সবচেয়ে সফল। তিনি মোট ১৫ টি পদক জিতেছেন। এর মধ্য়ে ৯ টি সোনা, চারটি রুপো এবং দুটি ব্রোঞ্জ। শুটিংয়ে ভারতের ব্যপক সাফল্য। কিন্তু বার্মিংহ্যাম গেমসে শুটিং নেই।

৬। ২০১০ কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় নয়াদিল্লিতে। ১০১টি পদক জিতেছে ভারত। ৩৯টি সোনা, ২৬টি রুপো, ৩৬টি ব্রোঞ্জ। এটিই কমনওয়েলথ গেমসের ইতিহাসে ভারতের সবচেয়ে বড় সাফল্য। ২০১৮ গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে ২৬ টি সোনা জয় মোট ৬৬ টি পদক জেতে ভারত। এবার আরও অনেক অনেক বেশি পদকের আশা ভারতীয় শিবিরে। ভারত সম্পর্কিত

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top