ইতিহাসের সাক্ষী গঙ্গাসাগর! ভয়ঙ্কর ভাঙন রুখতে কোমর বাঁধল প্রশাসন, সাত সকালে বাঁধ-মেরামতের কাজ খতিয়ে দেখলেন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা

ইতিহাসের সাক্ষী গঙ্গাসাগর! ভয়ঙ্কর ভাঙন রুখতে কোমর বাঁধল প্রশাসন, সাত সকালে বাঁধ-মেরামতের কাজ খতিয়ে দেখলেন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


দক্ষিন 24 পরগণা – আসন্ন গঙ্গাসাগর মেলা ২০২৬-কে সামনে রেখে সাগরতটে এখন যুদ্ধকালীন তৎপরতা চলছে। সমুদ্রের ভয়ঙ্কর ভাঙন রোধ করতে এবং ক্ষতিগ্রস্ত সমুদ্র বাঁধ ও সৈকত মেরামতের কাজ ইতিমধ্যেই শুরু করেছে প্রশাসন। প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগে এই অঞ্চলে ভাঙনের পরিমাণ বাড়ে বলে জানা যায়। তাই এবারের প্রস্তুতিতে কোনো খামতি রাখতে নারাজ সেচ দপ্তর ও জেলা প্রশাসন।

ভাঙন রুখতে বিশেষ প্রক্রিয়ায় মাটি সংগ্রহ করে তা সমুদ্র সৈকতে ফেলার কাজ জোর কদমে চলছে। সেই মাটি বাঁধ মেরামতের উপযুক্ত কি না, তা যাচাই করতে আজ ভোরেই সরেজমিনে উপস্থিত হন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। তিনি প্রকল্পের অগ্রগতি ও কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং কর্মীদের প্রয়োজনীয় নির্দেশ দেন।

আগামী ৮ জানুয়ারি থেকে পুণ্যার্থীদের জন্য খুলে যাচ্ছে গঙ্গাসাগর মেলার দরজা। প্রতি বছরের মতো এবারও লক্ষ লক্ষ তীর্থযাত্রী এখানে সমবেত হবেন বলে আশা করা হচ্ছে। তাঁদের নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল ও পরিকাঠামোগত প্রস্তুতি নিশ্চিত করতে জেলা প্রশাসন একাধিক বৈঠক করেছে। মাঠপর্যায়ে কাজ চলছে পূর্ণোদ্যমে।

প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত সমুদ্র বাঁধ দ্রুত মেরামত করাই এখন প্রশাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই লক্ষ্যেই প্রতিদিন তদারকি চালাচ্ছেন মন্ত্রী ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। গঙ্গাসাগর যেন আবারও তার ঐতিহাসিক মাহাত্ম্য ও নিরাপত্তা বজায় রেখে পুণ্যার্থীদের স্বাগত জানাতে পারে, সেই লক্ষ্যেই চলছে নিরলস প্রচেষ্টা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top