উচ্চমাধ্যমিকে কাঁথির কৃতি ছাত্রী ইতি রানী কে জেলা বিজেপির পক্ষ থেকে সংবর্ধনা

উচ্চমাধ্যমিকে কাঁথির কৃতি ছাত্রী ইতি রানী কে জেলা বিজেপির পক্ষ থেকে সংবর্ধনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

উচ্চ মাধ্যমিক পরিক্ষায় কাঁথি তথা পুর্ব মেদিনীপুর জেলার গর্ব ইতি রানী পাত্র কে পূর্ব মেদিনীপুর জেলা বিজেপি র পক্ষ থেকে আজ সম্বোধন দেওয়া হলো। প্রসংগত সদ্য প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফলাফলে ইতিরানী পাত্র মৈশালী ত্রৈলোক্য বিদ্যাপীঠ থাকে এবারে উচ্চ মাধ্যমিক পরিক্ষা দিয়ে ৪৯২ নম্বর পেয়ে রাজ্যে সপ্তম এবং পুর্ব মেদিনীপুর জেলায় দ্বিতীয় ও কাঁথি মহকুমায় প্রথম স্থান লাভ করে।

 

তাঁর বাড়ি কাঁথি পৌরসভা ১৭ নম্বর ওয়ার্ডের করকুলি গ্রামে। তাকে পুস্পস্তবক মিষ্টি এবং উপহার তুলে দিয়ে সম্বোধীত করেন ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিল তাপস দলাই এবং সুশীল দাস। এছাড়া উপস্থিত ছিলেন কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত সহ একাধিক ব্যাক্তিত্ব। ভবিষ্যতে যাতে আরো ভালো ফলাফল করতে পারে তার জন্য উৎসাহ দিয়েছেন কাউন্সিলররা। পাশাপাশি ইতি রানীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন তারা। অন্যদিকে তাদের এই আশ্বাসে খুশি ইতি রানি পাত্র।

আরও পড়ুন – সহজ ইংরেজি বানান বলতেই ভ্যাবাচ্যাকা! রাস্তায় অবরুদ্ধ করে পাশ করাতে হবে আকাশ কুসুম দাবি পড়ুয়াদের

উল্লেখ্য, উচ্চ মাধ্যমিক পরিক্ষায় কাঁথি তথা পুর্ব মেদিনীপুর জেলার গর্ব ইতি রানী পাত্র কে পূর্ব মেদিনীপুর জেলা বিজেপি র পক্ষ থেকে আজ সম্বোধন দেওয়া হলো। প্রসংগত সদ্য প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফলাফলে ইতিরানী পাত্র মৈশালী ত্রৈলোক্য বিদ্যাপীঠ থাকে এবারে উচ্চ মাধ্যমিক পরিক্ষা দিয়ে ৪৯২ নম্বর পেয়ে রাজ্যে সপ্তম এবং পুর্ব মেদিনীপুর জেলায় দ্বিতীয় ও কাঁথি মহকুমায় প্রথম স্থান লাভ করে। তাঁর বাড়ি কাঁথি পৌরসভা ১৭ নম্বর ওয়ার্ডের করকুলি গ্রামে।

 

তাকে পুস্পস্তবক মিষ্টি এবং উপহার তুলে দিয়ে সম্বোধীত করেন ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিল তাপস দলাই এবং সুশীল দাস। এছাড়া উপস্থিত ছিলেন কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত সহ একাধিক ব্যাক্তিত্ব। ভবিষ্যতে যাতে আরো ভালো ফলাফল করতে পারে তার জন্য উৎসাহ দিয়েছেন কাউন্সিলররা। পাশাপাশি ইতি রানীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন তারা। অন্যদিকে তাদের এই আশ্বাসে খুশি ইতি রানি পাত্র।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top