নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া, ১৫ মার্চ, দিনের আলোয় ইনকাম ট্যাক্স আধিকারিক পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে মহিলাকে বেঁধে রেখে বাঁকুড়া শহরে দুঃসাহসিক ডাকাতি, এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।বাঁকুড়া শহরের হাটমহাতপ লেনের একটি বাড়িতে প্রকাশ্য দিবালোকে ঢুকে এক মহিলাকে বেঁধে রেখে লুঠপাঠ চালাল একদল দুস্কৃতি।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, বাঁকুড়া শহরের হাটমহাতপ লেনে নিজের বাড়িতে দীর্ঘদিন ধরে স্বামীকে সাথে নিয়ে বসবাস করে আসছিলেন চৈতালী দত্ত। চৈতালী দত্ত নিজের বাড়িতে কাপড়ের ব্যবসা ও বিউটি পার্লার চালাতেন। আজ সকালে চৈতালী দত্তর স্বামী কাজে গেলে চৈতালী দত্ত একাই বাড়িতে ছিলেন। সেই সময় আচমকাই একটি গাড়িতে করে সাত আট জন দুস্কৃতি তাঁর বাড়িতে আসে। দরজায় কলিং বেল বাজালে চৈতালী দত্তকে ইনকাম ট্যাক্সের আধিকারিক পরিচয় দেয় দুস্কৃতিরা। এরপর চৈতালী দত্ত দরজা খুলতেই দুস্কৃতিরা বাড়ির ভেতরে ঢুকে চৈতালী দত্তকে বেঁধে ফেলে। তাঁকে দুস্কৃতিরা একটি ইঞ্জেকশান দেয় বলেও অভিযোগ। এরপর অবাধে বাড়িতে লুঠপাঠ চালিয়ে চম্পট দেয় দুস্কৃতি দল। বাড়ির কাজের লোক কাজ করতে এসে বাড়ির বারান্দায় চৈতালী দত্তকে বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেয়। পরে বাঁকুড়া সদর থানায় খবর দিলে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌছে ঘটনার তদন্ত শুরু করে। চৈতালী দত্ত অসুস্থ হয়ে পড়ায় তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। দিনের আলোয় খোদ বাঁকুড়া শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় এই দুঃসাহসিক ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।