শতাধিক নেশার ইনজেকশন সহ গ্রেফতার যুবক। ধৃতের নাম প্রেমা তামাং। জানা গিয়েছে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শিলিগুড়ি প্রধান নগর থানার পুলিশ শিলিগুড়ি জংশন এলাকায় অভিযান চালায়। অভিযানে সন্দেহজনক ওই যুবককে আটক করতে তার কাছে থাকা ব্যাগ থেকে বেরিয়ে আসে নেশার কয়েকশো ইঞ্জেকশন। প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রায় ২০০টি নেশার ইনজেকশন তার কাছ থেকে পাওয়া গিয়েছে। জানিয়ে শিলিগুড়ি হয়ে দার্জিলিংয়ে হাত বদলের উদ্দেশ্য ছিল তার।
যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে শিলিগুড়ি প্রধান নগর থানার পুলিশ। কিভাবে এই চক্র সে চালাত? চক্রের মূল মাথায় বা কে এই সমস্তটা জানতেই ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। কিভাবে শিলিগুড়িকে করিডর করে ওই নেশার ইনজেকশন যাচ্ছিল পাহাড়ে? কারাইবা টার্গেট খদ্দের? সবটাই দফাই দফায় জেরার মাধ্যমে জানার চেষ্টা করছে পুলিশ। রবিবার শিলিগুড়ি আদালতে পেশ করা হবে ধৃতকে।
আরও পড়ুন – সমগ্র দেশের পাশাপাশি আমাদের রাজ্যে ও বাড়ছে হ্যাকার দের দৌরাত্ম
উল্লেখ্য, শতাধিক নেশার ইনজেকশন সহ গ্রেফতার যুবক। ধৃতের নাম প্রেমা তামাং। জানা গিয়েছে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শিলিগুড়ি প্রধান নগর থানার পুলিশ শিলিগুড়ি জংশন এলাকায় অভিযান চালায়। অভিযানে সন্দেহজনক ওই যুবককে আটক করতে তার কাছে থাকা ব্যাগ থেকে বেরিয়ে আসে নেশার কয়েকশো ইঞ্জেকশন। প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রায় ২০০টি নেশার ইনজেকশন তার কাছ থেকে পাওয়া গিয়েছে। জানিয়ে শিলিগুড়ি হয়ে দার্জিলিংয়ে হাত বদলের উদ্দেশ্য ছিল তার।
যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে শিলিগুড়ি প্রধান নগর থানার পুলিশ। কিভাবে এই চক্র সে চালাত? চক্রের মূল মাথায় বা কে এই সমস্তটা জানতেই ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। কিভাবে শিলিগুড়িকে করিডর করে ওই নেশার ইনজেকশন যাচ্ছিল পাহাড়ে? কারাইবা টার্গেট খদ্দের? সবটাই দফাই দফায় জেরার মাধ্যমে জানার চেষ্টা করছে পুলিশ। রবিবার শিলিগুড়ি আদালতে পেশ করা হবে ধৃতকে।