ইন্টারনাল সাউন্ডের উদ্বোধন। কলকাতার একটি হোটেলে ইন্টারনাল সাউন্ডস নতুন সঙ্গীতের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন উৎসব পারেখ , শিল্পপতি মায়াঙ্ক জালান ,জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা গৌরাঙ্গ জালান ,সঙ্গীত গুরু বিক্রম ঘোষ, উষা উত্থুপ , অরিন্দম শীল , ওস্তাদ রশিদ খান , বেশ কয়েকজন টলি – অভিনেত্রী। বিক্রম ঘোষ বলেন, এই সঙ্গীত সত্তার দৃষ্টিভঙ্গি হল স্থায়ী সঙ্গীত সৃষ্টিতে মনোনিবেশ । এখানে যুক্ত রয়েছেন সোনু নিগম, শান, কবিতা শেঠ , মহালক্ষী আইয়ার , হরিহরণ প্রমূখ।
ধ্রুপদী ঘরানার ক্ষেত্রে সাথে থাকবেন পন্ডিত অজয় চক্রবর্তী ,পন্ডিত বিশ্বমোহন ভট্ট ,ওস্তাদ রশিদ খান, পন্ডিত রনু মজুমদার, সংস্থার বিশ্বাস এদের হাত ধরে সৃষ্টি হবে নানা কালজয়ী সংগীত। সংগীত প্রেমীদের মন ভরে দেবে নতুন নতুন সৃষ্ট সুরের জাদু।
সংস্থার বড় পরিকল্পনার একটি হল আন্তর্জাতিক স্তরে কাজ করা। তাই তারা পেতে আগ্রহী জন ম্যাক লাফলিন, নোরাহ জোন্স ,রিকি কেজ, অনুষ্কা শংকর ,গ্রেক এলিস ,স্টিভের মতো খ্যাতনামা শিল্পীদের। তবে সময় উত্তর দেবে এদের কাকে কাকে পাওয়া যাবে। লক্ষ্য- ভারতকে গ্র্যামি এনে দেওয়া।
আরও পড়ুন – বাংলার নতুন রাজ্যপাল হল প্রাক্তন আইএএস সিভি আনন্দ বোস
উদ্বোধন অনুষ্ঠানে শিল্পপ্রতি মায়াঙ্ক জালান বলেন,”আমরা এমন সংগীত সৃষ্টি করতে চাই যা ভারতীয় সংগীতের আধিক্যকে তুলে ধরবে। তাৎক্ষণিক হিট সঙ্গীত লক্ষ্য নয়। তাদের ভাবনা, আগামী বছরগুলিতে শ্রোতাদের অনেক মূল্যবান হৃদয়গ্রাহী গানের ডালি উপহার দেওয়া।
উৎসব পারেখ বলেন ,”আমাদের বিশ্বাস মহান প্রতিভা চিরকালই বিদ্যমান ।আমরা বিশ্বাস করি মানুষ এখনো সমস্ত ঘরানার মানসম্পন্ন সংগীতের দুর্দান্ত স্বাদের জন্য অপেক্ষা করে। ইন্টারনাল সাউন্ডস নিয়ে আশাবাদী গৌরাঙ্গ জালান বলেন,তারা স্থায়ী সংগীত সৃষ্টিতে মনোনিবেশ করবেন। এই সংগঠন হরিহরনের ৫টি গানের একটি অ্যালবাম দ্রত বাজারে ছাড়তে চলেছে। এটি হবে ইন্টারনাল সাউন্ড এর প্রথম প্রকাশ। ইন্টারনাল সাউন্ডের উদ্বোধন।