ইন্ডিয়ান আইডলে বাংলার জয়, কে হলো প্রথম!

ইন্ডিয়ান আইডলে বাংলার জয়, কে হলো প্রথম!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিনোদন – প্রথম, দ্বিতীয় দু’জনই বাঙালি। ইন্ডিয়ান আইডলে বাংলার জয়। দীর্ঘ ছয় মাসের পথচলা শেষে রবিবার ছিল গ্র্যান্ড ফিনালে। চূড়ান্ত পর্যায়ে ঘোষণা করা হয় ইন্ডিয়ান আইডল ১৫-র জয়ীর নাম। গুঞ্জনকে সত্যি করে, সবচেয়ে বেশি ভোট পেয়ে ট্রফি জিতে নিলেন পাইকপাড়ার মানসী ঘোষ। ফার্স্ট রানার আপ হয়েছেন বাংলারই শুভজিৎ চক্রবর্তী।পানওয়ালা’ গান গেয়ে দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছিলেন তিনি। তৃতীয় স্থান অর্থাৎ সেকেন্ড রানার আপ হয়েছেন স্নেহা শঙ্কর।



একাধিক বাছাই পর্ব শেষে গ্র্যান্ড ফিনালেতে জায়গা হয়েছিল সেরা ছয়জন প্রতিযোগী— মানসী ঘোষ, শুভজিৎ চক্রবর্তী, প্রিয়াংশু দত্ত, স্নেহা শঙ্কর, চৈতন্য দেবাদে (মাউলি) এবং অনিরুদ্ধ সুস্বরামের। এই ছয়জনের মধ্যে তিনজনই ছিলেন বাঙালি, যা বাংলার সংগীতপ্রেমীদের জন্য অত্যন্ত গর্বের।বিজয়ী হিসেবে নিজের নাম শোনার পর কেঁদে ফেলেন মানসী। শুধু ট্রফিই নন, পুরস্কার হিসেবে পেয়েছেন তিনি পেলেন ২৫ লক্ষ টাকা ও একটি গাড়ি। এনিয়ে আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, ‘এখনও বিশ্বাস হচ্ছে না যে আমি এই সম্মান পেয়েছি। এত মানুষের ভালবাসা, বিচারকদের আশীর্বাদ, এবং মা-বাবার সহচর্য ছাড়া এটা সম্ভব ছিল না। আমি সকলের প্রতি কৃতজ্ঞ।’



তৃতীয় স্থান পেলেও স্নেহা শঙ্কর ইতিমধ্যেই বলিউডে প্লেব্যাকের সুযোগ পেয়েছেন। টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমারের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন হয়েছে বলে খবর। ইন্ডিয়ান আইডল থেকে তিনি পেয়েছেন ৫ লক্ষ টাকা পুরস্কার।এই সিজনে বিচারকের আসনে ছিলেন সংগীত জগতের তিন জনপ্রিয় মুখ— শ্রেয়া ঘোষাল, বাদশা ও বিশাল দাদলানি। তাঁদের তত্ত্বাবধানেই প্রতিযোগীরা নিজেদের প্রতিভাকে পৌঁছে দিয়েছেন এক অন্য উচ্চতায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top