ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার্স রিসার্চ এর প্রবেশিকা পরীক্ষায় ষষ্ঠ স্থানে ভালুকার ছেলে। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার্স রিসার্চ এর প্রবেশিকা পরীক্ষায় ষষ্ঠ স্থান অধিকার করে কৃতিত্বের নজির করল হরিশ্চন্দ্রপুর থানা এলাকার প্রত্যন্ত গ্রাম ভালুকার দরিদ্র পরিবারের ছেলে অনুপম সাহা।
অনুপমের কৃতিত্বে খুশি হরিশ্চন্দ্রপুর এলাকার বাসিন্দারা।তার ফলাফলে গর্বিত বাবা-মা। জানা গিয়েছে,গত সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল সারা ভারতব্যাপী ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ এর প্রবেশিকা পরীক্ষা। আর এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল সারা ভারত জুড়ে প্রায় ১৫ লক্ষ পরীক্ষার্থী।আর সেই পরীক্ষাতে সারা দেশের মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে সে।
আরও পড়ুন – প্রতিবন্ধী কন্যা দায়গ্রস্ত পিতাকে উদ্ধার করলও স্বেচ্ছাসেবী সংস্থা
ছোট থেকে মেধাবী অনুপম সাহা। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মালদা জেলার খ্যাতনামা বিদ্যালয় অক্রুমনি উচ্চ বিদ্যালয় থেকে নজর করা ফলাফল করে। তারপরই ভর্তি হয় কল্যাণীর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। সেখানে ৮৭ শতাংশ নম্বর নিয়ে সে গ্রাজুয়েশন কমপ্লিট করে। এরপরে জাতীয় স্তরের ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার্স রিসার্চের প্রবেশিকা পরীক্ষায় বসে সে। সোমবার ফল বেরোলে দেখা যায় অনুপম সারা ভারতে ষষ্ঠ স্থান অধিকার করেছে। গ্রামে এই খবর এসে পৌছলে সারা গ্রাম আনন্দে মেতে উঠে। ভালুকার দরিদ্র পরিবারের সন্তান অনুপম এবারে ভর্তি হবে দিল্লির পুসাতে।
সেখানে স্নাতকোত্তর করার পাশাপাশি গবেষণা চালাবে সে উদ্যান পালন নিয়ে। এ প্রসঙ্গে তার বাবা দেবদুলাল সাহা জানান টিউশনি করে সংসার চালাই।নুন আনতে পান্তা ফুরানোর দশা। এরই মধ্যে ছেলেকে কষ্ট করে মানুষ করছি,লেখাপড়া শেখাচ্ছি। ছেলের এই রেজাল্টে আমরা খুব খুশি।আশা করছি ও আগামীতে আরো ভালো ফলাফল করবে।অনুপমের সঙ্গে যোগাযোগ করা হলে সে জানায় এরপর সে দিল্লির পুসা তে ভর্তি হবে। আগামী দিনে উদ্যান পালনে মাস্টার্স কমপ্লিট করে গবেষণা করার ইচ্ছে রয়েছে।