ভ্যানিলা আইসক্রিমের ইমোজি দিয়ে নিজেকে ‘ভ্যানিলা ঘূর্ণি’ বললেন এই অভিনেত্রী

ভ্যানিলা আইসক্রিমের ইমোজি দিয়ে নিজেকে ‘ভ্যানিলা ঘূর্ণি’ বললেন এই অভিনেত্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ইমোজি

ভ্যানিলা আইসক্রিমের ইমোজি দিয়ে নিজেকে ‘ভ্যানিলা ঘূর্ণি’ বললেন এই অভিনেত্রী। সাম্প্রতিক কালে  সিনেমার খবরে খুব একটা না এলেও জিম, ফিটনেস আর ফটোশুটে আলোচনায় উঠে আসছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। বিভিন্ন সামাজিক মাধ্যমে বাড়ছে তার আনাগোনা।  শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুরের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ঢুকলে দেখা যাবে, , প্রায়ই দারুণ সব আলোকচিত্র দিয়ে অনুরাগীদের উজ্জীবিত করেন তিনি। এবারও ব্যতিক্রম হলো না।

 

জানা গিয়েছে,  সম্প্রতি নিজের লেটেস্ট ফটোশুটের কিছু ছবি বিভিন্শেন সামাজিক মাধ্যমে শেয়ার  করেছেন জাহ্নবী কাপুর। ভ্যানিলা আইসক্রিমের ইমোজি দিয়ে জুড়েছেন ক্যাপশন। নিজেকে ডেকেছেন ‘ভ্যানিলা ঘূর্ণি’ নামে। ছবিতে জাহ্নবীর স্মার্ট লুক সবার নজর কেড়েছে।

 

সেই সঙ্গে কাধখোলা যে পোশাক পরেছেন জাহ্নবী, তার দাম কত জানেন? দত্ত ব্র্যান্ডের এ পোশাকের দাম ৪৯০ মার্কিন ডলার।  উল্লেখ্য, জাহ্নবী কাপুরকে সবশেষ ‘রুহি’ সিনেমায় দেখা যায়। তাঁর পরবর্তী সিনেমা ‘গুড লাক জেরি’, পাঞ্জাবে এ সিনেমার শুট হয়েছে।

 

 

View this post on Instagram

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

 

সিদ্ধার্থ সেনগুপ্ত পরিচালিত ‘গুড লাক জেরি’র চিত্রনাট্য লিখেছেন পঙ্কজ মত্ত। এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দীপক ডবরিয়াল, মীতা বশিষ্ঠ, নীরজ সুদ ও সুশান্ত সিংকে। এ ছাড়া তাঁর হাতে রয়েছে ‘দস্তানা টু’ ও ‘তাখত’।

 

উল্লেখ্য,  শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুরের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ঢুকলে দেখা যাবে, , প্রায়ই দারুণ সব আলোকচিত্র দিয়ে অনুরাগীদের উজ্জীবিত করেন তিনি। এবারও ব্যতিক্রম হলো না।  জানা গিয়েছে,  সম্প্রতি নিজের লেটেস্ট ফটোশুটের কিছু ছবি বিভিন্শেন সামাজিক মাধ্যমে শেয়ার  করেছেন জাহ্নবী কাপুর। ভ্যানিলা আইসক্রিমের ইমোজি দিয়ে জুড়েছেন ক্যাপশন।

 

নিজেকে ডেকেছেন ‘ভ্যানিলা ঘূর্ণি’ নামে। ছবিতে জাহ্নবীর স্মার্ট লুক সবার নজর কেড়েছে। উল্লেখ্য, জাহ্নবী কাপুরকে সবশেষ ‘রুহি’ সিনেমায় দেখা যায়। তাঁর পরবর্তী সিনেমা ‘গুড লাক জেরি’, পাঞ্জাবে এ সিনেমার শুট হয়েছে।  সিদ্ধার্থ সেনগুপ্ত পরিচালিত ‘গুড লাক জেরি’র চিত্রনাট্য লিখেছেন পঙ্কজ মত্ত। এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দীপক ডবরিয়াল, মীতা বশিষ্ঠ, নীরজ সুদ ও সুশান্ত সিংকে। এ ছাড়া তাঁর হাতে রয়েছে ‘দস্তানা টু’ ও ‘তাখত’।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top