প্রখ্যাত ইরানিয়ান পরিচালক মোর্তেজা আতাশজামজামের ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। পরিচালকের আগামী ছবি ছবির নাম ফেরেস্তা, পরিচালক ইরানিয়ান, নাম মোর্তেজা আতাশজামজাম। বর্তমানে সেই ছবির শুটিং চলছে বাংলাদেশের রাজধানী ঢাকায়। আর এই ছবিতেই মুখ্য চরিত্রে অভিনয় করছেন দুই বাংলার জনপ্রিয় মুখ জয়া আহসান। সূত্রের খবর,সম্প্রতি পরিচালক ও তাঁর চারজন ক্রিউ মেম্বার নিউ মার্কেট, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সহ ঢাকার বিভিন্ন জায়গা ঘুরে দেখেছেন। সূত্রের খবর,সোমবার ঢাকার বসুন্ধরায় শুটিং সেরেছেন জয়া আহসান ও বাংলাদেশের অভিনেতা রিকিতা নন্দিনী শিমু।
এদিন রিক্সা চড়ে ঢাকার রাস্তায় ঘুরতে দেখা গেছিল জয়াকে।আর ব্যাস সাথে সাথেই সেই ভিডিও ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তার পরনে ছিল হলুদ রঙের ছাপা প্রিন্টের সালোয়ার কামিজ,ঠিক যেন এক ছাপোষা মধ্যবিত্ত।এছাড়াও, জয়ার সঙ্গে দেখা যায় একটি ছোট্ট বাচ্চাকেও।জানা গেছে, আগামী ২০ দিন ঢাকার অলিগলিতে চলবে এই ছবির শুটিং। অন্যদিকে,জানা যাচ্ছে, এই ছবির শ্যুটিং এর অনুমতি পরিচালক মোর্তেজা আতাশজামজাম পেয়েছেন বাংলাদেশ তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে।সেখানে, ছবিটি সিএনজি নামে রেজিস্টার করা হয়েছে।
আর ও পড়ুন টাকি রোডে নজরে সিসিটিভি, নাকা চেকিংয়ে গাঁজা ফেনসিডিল আটক
সূত্রের খবর অনুযায়ী,এই ছবিতে জয়া ও রিকিতা ছাড়াও বেশ কয়েকজন অপর বাংলাদেশি অভিনেতাদের ও দেখা মিলবে যারা হলেন, বৈরাম ফাজলি, মোখতারি মোবারেক, আতিয়া পিরালি ও কাভাস। প্রসঙ্গত,বিগত দুমাস ধরে কলকাতায় শুট সেরেছেন জয়া আহসান। তবে রমজান মাস ও পয়লা বৈশাখ পরিবারের সঙ্গে কাটানোর জন্যই সম্প্রতি নিজ ভূমি বাংলাদেশে গেছেন অভিনেত্রী। আর সেখানেই এবার নতুন ছবির শুটিং শুরু করলেন জয়া বলে সূত্রের খবরে জানা গেছে।