মুর্শিদাবাদ- ইলিশ কেনার নাম করে ডেকে নিয়ে গিয়ে এক ব্যবসায়ীকে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের ফরাক্কায়। নিহত যুবকের নাম আনন্দ রাজ (৩২)। ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে ঝাড়খণ্ড পুলিশের কনস্টেবল বিপিনকুমার পাঠক ও তাঁর ম্যানেজার আবু সুফিয়ানকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আনন্দ দেওঘরের বাসিন্দা হলেও পাকুড় পুলিশ লাইনের উলটোদিকে থাকতেন এবং পাথর সরবরাহের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ১৫ মে সুতির মধুপুর এলাকা থেকে একটি যুবকের দেহ উদ্ধার হয়। তদন্তে জানা যায়, সেটি আনন্দের দেহ।
তদন্তে উঠে আসে, ১৪ মে রাতে আনন্দের বাড়িতে বন্ধুবান্ধবদের নিয়ে পার্টি হয়। এরপর ইলিশ কেনার নাম করে তাঁকে বাড়ি থেকে বের করে নিয়ে যান কনস্টেবল বিপিন। ফরাক্কা ঢোকার আগে সামশেরগঞ্জ থানা এলাকার ডাকবাংলো থেকে আবু সুফিয়ানকে গাড়িতে তোলেন বিপিন। ফেরার সময় গাড়িতেই আনন্দকে শ্বাসরোধ করে খুন করা হয় এবং ব্লেড দিয়ে গলা কেটে মৃত্যু নিশ্চিত করা হয়। পরে দেহটি ফেলে দেওয়া হয় সুতির মধুপুর এলাকায়।
পুলিশ ইতিমধ্যেই দু’জনকে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে, টাকা-পয়সা সংক্রান্ত বিবাদের জেরেই এই হত্যাকাণ্ড। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
