Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
Trinamool's manifesto was published before the Bidhannagar city polls

বিধাননগর পুর ভোটের আগে তৃণমূলের ইশতেহার প্রকাশিত হল

বিধাননগর পুর ভোটের আগে তৃণমূলের ইশতেহার প্রকাশিত হল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ইশতেহার

বিধাননগর পুর ভোটের আগে তৃণমূলের ইশতেহার প্রকাশিত হল। আজ সল্টলেকে দিশারী ভবনে আসন্ন বিধান নগর পৌরনিগমের নির্বাচনের প্রাক্কালে তৃণমূলের ইশতেহার প্রকাশিত হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা বিধান নগর এর বিধায়ক শ্রী সুজিত বোস, তাপস চট্টোপাধ্যায় বিধায়ক, জ্যোতিপ্রিয় মল্লিক রথীন ঘোষ সৌগত রায় নির্মল ঘোষ মুখ্য সচেতক তপতী দত্ত চেয়ারম্যান সহ বিধাননগরের ৪০ জন তৃণমূল প্রার্থী।

 

এই অনুষ্ঠানে কেবলমাত্র উপস্থিত হননি তৃণমূলের প্রার্থী শ্রী সব্যসাচী দত্ত। এই ইশতিহারে মূলত নিকাশি ও নর্দমা ব্যবস্থা, সড়ক পরিকাঠামো, মিষ্টি পানীয় জল সরবরাহ, নির্মল বিধান নগর, নাগরিক বান্ধব বিধান নগর, শিক্ষা, স্বাস্থ্য, সমাজ কল্যাণ, প্রশাসনিক প্রক্রিয়া, সাংস্কৃতিক ও পর্যটন এই বিষয়গুলোর ওপর আলোকপাত করা হয়েছে।

 

এই ইশতিহারে বিগত পাঁচ বছরে বিধান নগরে যা যা কাজ হয়েছে যেমন জল জমলে দ্রুত জল বের করে দেওয়া যায় তার জন্য পাম্পিং স্টেশন তৈরি করা হয়েছে, বিধান নগর কে আলো দিয়ে সুসজ্জিত করা হয়েছে, মিষ্টি পানীয় জল বিধাননগরের মানুষ পাচ্ছেন বেশ কিছু জায়গায় পানীয় জলের অভাব আছে যেগুলো আগামী সময় করা হবে, প্রত্যেকদিন বাড়ি-বাড়ি জঞ্জাল পরিষ্কার করা হয় আরো দ্রুত যাতে এই কাজগুলি হয় সেগুলোর উপর নজর দেয়া হবে।

 

আর ও পড়ুন    উদ্ধার বিরল প্রজাতির তোতা পাখি, গ্রেফতার আন্তর্জাতিক পাখি পাচারকারী

 

বিধান নগরে বেশ কিছু জায়গায় রাস্তা খারাপ আছে কিন্তু অধিকাংশ জায়গায় রাস্তা ঠিক করে দেয়া হয়েছে আগামী দিনে সেটার উপরে নজর দেয়া হবে। ডেঙ্গু প্রতিরোধ করতে আরো সচেতন মূলক ব্যবস্থা নেয়া হবে। কাউন্সিলরদের বলা হয়েছে নাগরিকদের সাথে আরো সুসম্পর্ক স্থাপন করতে হবে।

 

তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে তাদের সুবিধা অসুবিধার কথা জানতে হবে এবং দ্রুত তার ভেতরের নাগরিক দের কোন রকম অসুবিধা হলে অত্যন্ত গুরুত্ব সহকারে তা সমাধান করতে হবে। সবমিলিয়ে বিগত 5 বছর যা যা কাজ হয়েছে এই মেনিফেস্টোতে তার প্রকাশ পেয়েছে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top