ইষ্টওয়েষ্ট প্রকল্পে মুখ্যমন্ত্রীকে না ডাকা নিয়ে রেলমন্ত্রকের পাশে দাঁড়ালেন দিলীপ ঘোষ

ইষ্টওয়েষ্ট প্রকল্পে মুখ্যমন্ত্রীকে না ডাকা নিয়ে রেলমন্ত্রকের পাশে দাঁড়ালেন দিলীপ ঘোষ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কোলকাতা , ১৩ ই ফেব্রুয়ারি : ইষ্টওয়েষ্ট প্রকল্পে মুখ্যমন্ত্রীকে না ডাকা নিয়ে রেলমন্ত্রকের পাশে দাঁড়ালেন দিলীপ ঘোষ। তিনি বলেন ওনাকে কেন ডাকা হবে। যে এলাকায় প্রকল্পটি হচ্ছে সেই এলাকার জনপ্রতিনিধিদের ডাকা হয়েছে। তারপরেই সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমন করে দিলীপ ঘোষ বলেন ওনার কেন এত উচ্চাসা। মুখ্যমন্ত্রী নিজে সরকারি অনুষ্ঠানে বিরোধীদের ডাকেন না। বিরোধীদের সম্মান জানান না। তারপরেই একসময়ে ইষ্টওয়েষ্ট প্রকল্পের সিলান্যাস নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমন করেন। দিলীপ ঘোষ অতীত তুলে বলেন এই কলকাতাতেই ইষ্টওয়েষ্ট প্রকল্পের শিলান্যাসে তৎকালিন রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভটাচার্যকে আমন্ত্রন জানান নি মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই তৃণমূলকে খোঁচা দিয়ে দিলীপ ঘোষ বলেন তাহলে এখন আমন্ত্রন না পেয়ে কেন তৃণমূল চিৎকার করছে। উল্টে তৃণমূল নেতাদের পরামর্শ দিয়ে বিজেপির রাজ্যসভাপতি জানান আগে নিজেরা বিরোধীতের মর্যাদা দিতে শিখুন। তারপর মর্যাদা ঠিক পাবেন বলে এদিন কলকাতায় জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top