উত্তর দিনাজপুর জেলার উত্তরাংশ ইসলামপুর কে জেলার দাবিতে জন জাগরণ মঞ্চের ডাকে মঙ্গলবার চোপড়ার কাঁচাকালী বাজারে ধর্না অবস্থান কর্মসূচি পালন করা হয় সারাদিন ব্যাপি চলে এই অবস্থান। এদিনের অবস্থান মঞ্চে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান পাসারুল আলম,ইউসুব আলী, সম্ভুলাল রায় প্রমুখ জেলা আন্দোলন কারীরা। টাসো প্রধান পাসারুল আলম জানান,
দীর্ঘ তিন দশক ধরে ইসলামপুর কে জেলার দাবিতে আন্দোলন চলছে। কিন্তু , ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী সাতটি নতুন জেলার ঘোষণা করলেও ইসলামপুরকে জেলা ঘোষণা করা হয়নি । তাই জন জাগরণ মঞ্চের ডাকে গত একুশ তারিখ থেকে ইসলামপুর মহকুমার প্রত্যেকটি ব্লকে একদিন করে ধর্না অবস্থান মঞ্চ করে এলাকার মানুষকে দল মত নির্বিশেষে ইসলামপুর কে জেলার সমর্থনের আহ্বান জানানো হচ্ছে। পাসারুল বাবু আরও জানান, তাদের দাবি না মানা হলে আগামীতে বৃহতর আন্দোলনে নামা হবে। প্রয়োজনে জাতীয় সড়ক অবরোধ করা হবে।
আরও পড়ুন – নন্দীগ্রামে দলীয় কর্মীদের সাথে প্রধানমন্ত্রী মন্কিবাদ শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু!
উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলার উত্তরাংশ ইসলামপুর কে জেলার দাবিতে জন জাগরণ মঞ্চের ডাকে মঙ্গলবার চোপড়ার কাঁচাকালী বাজারে ধর্না অবস্থান কর্মসূচি পালন করা হয় সারাদিন ব্যাপি চলে এই অবস্থান। এদিনের অবস্থান মঞ্চে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান পাসারুল আলম,ইউসুব আলী, সম্ভুলাল রায় প্রমুখ জেলা আন্দোলন কারীরা। টাসো প্রধান পাসারুল আলম জানান, দীর্ঘ তিন দশক ধরে ইসলামপুর কে জেলার দাবিতে আন্দোলন চলছে।
কিন্তু , ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী সাতটি নতুন জেলার ঘোষণা করলেও ইসলামপুরকে জেলা ঘোষণা করা হয়নি । তাই জন জাগরণ মঞ্চের ডাকে গত একুশ তারিখ থেকে ইসলামপুর মহকুমার প্রত্যেকটি ব্লকে একদিন করে ধর্না অবস্থান মঞ্চ করে এলাকার মানুষকে দল মত নির্বিশেষে ইসলামপুর কে জেলার সমর্থনের আহ্বান জানানো হচ্ছে। পাসারুল বাবু আরও জানান, তাদের দাবি না মানা হলে আগামীতে বৃহতর আন্দোলনে নামা হবে। প্রয়োজনে জাতীয় সড়ক অবরোধ করা হবে।