ইসলামপুর মহকুমা জুড়ে শনিবার জমে উঠল জন্মাষ্টমির কাদা খেলা

ইসলামপুর মহকুমা জুড়ে শনিবার জমে উঠল জন্মাষ্টমির কাদা খেলা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ইসলামপুর মহকুমা জুড়ে শনিবার জমে উঠল জন্মাষ্টমির কাদা খেলা। জন্মাষ্টমীর দ্বিতীয় দিনে ইসলামপুর মহকুমা জুড়ে জমে উঠলো উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের পুরনো কৃষ্টি কাঁদো খেলা । অনেকে দধি কাদো বা কাদা খেলাও বলে থাকেন । শাস্ত্র মতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন কেই জন্মাষ্টমী বলা হয় । এরপর জন্মাষ্টমীর দ্বিতীয় দিনকে বলা হয় নন্দ উৎসব । এই নন্দ উৎসবে গোকুল বাসি রা দধি ( দই ) দুগ্ধ নিয়ে কাদা খেলছিল ।

 

যাকে বলা হতো কাদা খেলা । বহুকাল ধরে উত্তর বঙ্গে বিশেষ করে রাজবংশী সম্প্রদায়ের মানুষের কাছে এই কাদা খেলা খুবই জনপ্রিয় । সেই ঐতিহ্য বজায় রেখে শনিবার ইসলামপুর মহকুমার জুড়ে পালিত হলো জন্মাষ্টমীর কাদা খেলা । এদিন চোপড়া ব্লক ইসলামপুর ব্লক ও করন দিঘি ব্লকের একাধিক গ্রামে নিষ্ঠার সঙ্গে কাদা খেলায় মেতে ওঠেন হিন্দু ধর্মাবলম্বরীর মানুষ । এদিন চোপড়ার নন্দ কিশোর গছ , ঢোলডিঙ্গা গছ , বলাই গছ ইসলামপুর ব্লকের জগতা গাঁও মাটিকুনডা সহ বিভিন্ন গ্রামে কাদা খেলা হয় ।

আরও পড়ুন – ২ বছর হলেও এগোয়নি কাজ! চলছে ঝুঁকিপূর্ণ পারাপার চন্দ্রকোনায়

সবচেয়ে বড় খেলা হয় করণ দিঘির বিধায়ক গৌতম পাল এর বাড়িতে । এখানে প্রচুর ভক্ত সমাগম হয় এই খেলা দেখতে । এই খেলার মূল আকর্ষণ হল কাদা খেলায় বিভিন্ন কসরত দেখানো , কলা গাছ ও কাঁচা বাঁশ পুঁতে দিয়ে তার মাথায় নারকেল বেঁধে দিয়ে মবিল দিয়ে বাঁশ পিচ্ছিল করে দেওয়া হয় । ওই বাঁশে উঠে নারকেল নামানোর প্রতিযোগিতা । এসব খেলা দেখতে জাতি ধর্ম নির্বিশে আট থেকে আশি , সকল বয়সের মানুষের ঢল নামে । আজও উত্তর বঙ্গের মানুষের জনপ্রিয় জন্মাষ্টমীর কাদা খেলা ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top