ইসলামপুর মহকুমা জুড়ে শনিবার জমে উঠল জন্মাষ্টমির কাদা খেলা। জন্মাষ্টমীর দ্বিতীয় দিনে ইসলামপুর মহকুমা জুড়ে জমে উঠলো উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের পুরনো কৃষ্টি কাঁদো খেলা । অনেকে দধি কাদো বা কাদা খেলাও বলে থাকেন । শাস্ত্র মতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন কেই জন্মাষ্টমী বলা হয় । এরপর জন্মাষ্টমীর দ্বিতীয় দিনকে বলা হয় নন্দ উৎসব । এই নন্দ উৎসবে গোকুল বাসি রা দধি ( দই ) দুগ্ধ নিয়ে কাদা খেলছিল ।
যাকে বলা হতো কাদা খেলা । বহুকাল ধরে উত্তর বঙ্গে বিশেষ করে রাজবংশী সম্প্রদায়ের মানুষের কাছে এই কাদা খেলা খুবই জনপ্রিয় । সেই ঐতিহ্য বজায় রেখে শনিবার ইসলামপুর মহকুমার জুড়ে পালিত হলো জন্মাষ্টমীর কাদা খেলা । এদিন চোপড়া ব্লক ইসলামপুর ব্লক ও করন দিঘি ব্লকের একাধিক গ্রামে নিষ্ঠার সঙ্গে কাদা খেলায় মেতে ওঠেন হিন্দু ধর্মাবলম্বরীর মানুষ । এদিন চোপড়ার নন্দ কিশোর গছ , ঢোলডিঙ্গা গছ , বলাই গছ ইসলামপুর ব্লকের জগতা গাঁও মাটিকুনডা সহ বিভিন্ন গ্রামে কাদা খেলা হয় ।
আরও পড়ুন – ২ বছর হলেও এগোয়নি কাজ! চলছে ঝুঁকিপূর্ণ পারাপার চন্দ্রকোনায়
সবচেয়ে বড় খেলা হয় করণ দিঘির বিধায়ক গৌতম পাল এর বাড়িতে । এখানে প্রচুর ভক্ত সমাগম হয় এই খেলা দেখতে । এই খেলার মূল আকর্ষণ হল কাদা খেলায় বিভিন্ন কসরত দেখানো , কলা গাছ ও কাঁচা বাঁশ পুঁতে দিয়ে তার মাথায় নারকেল বেঁধে দিয়ে মবিল দিয়ে বাঁশ পিচ্ছিল করে দেওয়া হয় । ওই বাঁশে উঠে নারকেল নামানোর প্রতিযোগিতা । এসব খেলা দেখতে জাতি ধর্ম নির্বিশে আট থেকে আশি , সকল বয়সের মানুষের ঢল নামে । আজও উত্তর বঙ্গের মানুষের জনপ্রিয় জন্মাষ্টমীর কাদা খেলা ।