
বাহরিন : বিদেশ সফরে একের পর এক মাস্টারস্ট্রোক দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মধ্যপ্রাচ্যের ইসলামিক দেশ বাহরিনে এবার কৃষ্ণ মন্দিরের সংস্কারে এগিয়ে প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ রবিবার সেই দেশের রাজধানী মানামাতে শ্রীকৃষ্ণের মন্দিরের সংস্কারের জন্য বরাদ্দ করলেন ৪২ কোটি টাকা। প্রায় ২০০ বছরের পুরনো এই মন্দিরে এদিন ঘটা করে জন্মাষ্টমীও পালন করেন তিনি। সেখানেই ঘোষণা করেন এই মন্দিরের সংস্কারে উদ্যোগ নেবে ভারত সরকার৷
শনিবার নরেন্দ্র মোদির হাতে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ‘অর্ডার অফ জায়েদ’ তুলে দিয়েছে আমিরশাহী সরকার। যার ফলে আন্তর্জাতিক মঞ্চে ফের একবার চাপে পড়ে গিয়েছে পাকিস্তান।
জানা গিয়েছে, ১৬,৫০০ বর্গফুট জমিজুড়ে হবে সংস্কার। এর পাশাপাশি ৪৫ হাজার বর্গফুটের একটি চারতলা ভবন নির্মাণের প্রকল্পও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এছাড়াও বরাদ্দ করা হয়েছে ৪৫ হাজার স্কোয়ার ফুটের চার তলা একটি ভবন নির্মাণের প্রকল্প৷ এই পবিত্র স্থানে থাকবে প্রার্থনা ঘর, সভা স্থল৷ প্রাচীন মন্দিরের সংস্কারে বরাদ্দ ঘোষণা করে প্রবাসী হিন্দুদের মন জয় করলেন নরেন্দ্র মোদি, তা বলাই যায়।



















