ইস্টবেঙ্গল তাদের নতুন জার্সি সামনে আনছে কবে?

ইস্টবেঙ্গল তাদের নতুন জার্সি সামনে আনছে কবে?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গল তাদের নতুন জার্সি সামনে আনছে কবে?  মহালয়ার শুভ লগ্নেই  ইস্টবেঙ্গলের তাদের নতুন জার্সি সামনে আনছে। চলতি  বছর নতুন কিট স্পন্সরের সঙ্গে চুক্তি করেছে লাল হলুদ। সমর্থকদের কথা ভেবে এবার জার্সির দামও গত বছরের তুলনায় কমানো হয়েছে। ৬ অক্টোবর মহালয়ের শুভ দিনে  এই নতুন জার্সি বাজারে আনার পরিকল্পনা রয়েছে ইস্টবেঙ্গল কর্তৃপক্ষের।

 

তবে শেষ মুহূর্তে কোনও বদল হলে জার্সি উন্মোচনের দিন পিছিয়ে যেতে পারে। দুর্গা পুজোর আগে নতুন জার্সি হাতে পাবে না লাল হলুদ সাপোর্টাররা। পুজোর পর অফিসিয়াল স্টোর থেকে মিলবে নতুন জার্সি।এদিকে জানা গিয়েছে  লাল হলুদ শিবিরে  ফিরছেন মৃদুল ব্যানার্জি। কয়েকবছর আগে ইস্টবেঙ্গল কোচের দায়িত্ব নেওয়ার একদিনের মধ্যে পায়ে চোট পেয়ে সরে যেতে হয়েছিল বাঙালি কোচকে। এবার আইএসএলে দলের ম্যানেজার হচ্ছেন মৃদুল ব্যানার্জি।

 

আর ও  পড়ুন     মেয়েদের মিলনের ইচ্ছে জেগেছে নাকি বোঝার কিছু বাহ্যিক লক্ষণ

 

তাঁর সঙ্গে এক বছরের চুক্তি সেরে ফেলেছে  ইস্টবেঙ্গল। আসন্ন আইএসএলে লাল হলুদের টিম ম্যানেজারের ভূমিকায় দেখা যাবে প্রাক্তন মোহনবাগান কোচকে। পাশাপাশি নতুন কোচ মানোলোর কোচিং টিমেও থাকবেন তিনি।

 

উল্লেখ্য, ইস্টবেঙ্গল তাদের নতুন জার্সি সামনে আনছে কবে?  মহালয়ার শুভ লগ্নেই  ইস্টবেঙ্গলের তাদের নতুন জার্সি সামনে আনছে। চলতি  বছর নতুন কিট স্পন্সরের সঙ্গে চুক্তি করেছে লাল হলুদ। সমর্থকদের কথা ভেবে এবার জার্সির দামও গত বছরের তুলনায় কমানো হয়েছে। ৬ অক্টোবর মহালয়ের শুভ দিনে  এই নতুন জার্সি বাজারে আনার পরিকল্পনা রয়েছে ইস্টবেঙ্গল কর্তৃপক্ষের। তবে শেষ মুহূর্তে কোনও বদল হলে জার্সি উন্মোচনের দিন পিছিয়ে যেতে পারে।

 

দুর্গা পুজোর আগে নতুন জার্সি হাতে পাবে না লাল হলুদ সাপোর্টাররা। পুজোর পর অফিসিয়াল স্টোর থেকে মিলবে নতুন জার্সি।এদিকে জানা গিয়েছে  লাল হলুদ শিবিরে  ফিরছেন মৃদুল ব্যানার্জি। কয়েকবছর আগে ইস্টবেঙ্গল কোচের দায়িত্ব নেওয়ার একদিনের মধ্যে পায়ে চোট পেয়ে সরে যেতে হয়েছিল বাঙালি কোচকে। এবার আইএসএলে দলের ম্যানেজার হচ্ছেন মৃদুল ব্যানার্জি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top