খেলা – ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা। ইন্ডিয়ান উইমেন্স লিগ জিতে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বে খেলার ছাড়পত্র সংগ্রহ করেছে লাল হলুদ। ইস্টবেঙ্গলের মেয়েদের এই সাফল্যের জন্য ক্লাবকে ৫০ লক্ষ থাকা আর্থিক অনুদান দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার রবীন্দ্র সদনে শতবর্ষে ইস্টবেঙ্গলের বিশেষ তথ্যচিত্র উদ্বোধনে এসে ক্লাবের প্রেসিডেন্ট মুরারি লাল লোহিয়া, ইমামি কর্তা আদিত্য আগরওয়াল এবং শীর্ষকর্তা দেবব্রত সরকারের হাতে চেক তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
