কলকাতা:- ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল ক্লাব বেসরকারিকরণ করা যাবে না। তার প্রতিবাদে উত্তর কলকাতার শ্যামবাজার মোড়ে কুমোরটুলি কোচিং ক্লাব তরফে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
আজ এ বিষয়ে ইস্টবেঙ্গল ক্লাবে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। ক্লাবের সমর্থকরা তাদের দাবি কোনো ভাবেই বেসরকারি করা যাবে না। তাহলে ঐতিহ্যবাহী ক্লাবের ভাবমূর্তি অনেকটাই নষ্ট হবে।

যদিও ক্লাব কর্তৃপক্ষ তাদের এই দাবি না মানা না হলে। আগামী দিনে রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি করা হবে বলে জানিয়েছেন, কুমারটুলি কোচিং ক্লাবের সাধারণ সম্পাদক রাজিব গুহ।