ইস্টবেঙ্গল ক্লাবে চুরির অভিযোগ

ইস্টবেঙ্গল ক্লাবে চুরির অভিযোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – ইস্টবেঙ্গল ক্লাবে ফ্লাডলাইটের বৈদ্যুতিন সরঞ্জাম চুরির অভিযোগ তুললেন ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার। তাঁর দাবি, রাস্তার দিকের দু’টি ফ্লাডলাইটের নীচের প্লাগ উধাও হয়েছে, যার মূল্য আনুমানিক ১২ থেকে ১৪ লক্ষ টাকা। যদিও ক্লাবের অন্য একটি সূত্র জানিয়েছে, চুরি হওয়া যন্ত্রাংশের দাম কোটি টাকার কাছাকাছি।

সূত্রের খবর, প্রায় তিন মাস আগে এই চুরির ঘটনা ঘটে। তখন ময়দান থানায় জেনারেল ডায়েরি করেছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। তদন্তও হয়েছিল, তবে তারপরে আর কোনও অগ্রগতি হয়নি। এমনকি ক্লাব কর্তৃপক্ষও খোঁজ নেননি। দেবব্রতবাবু ক্ষোভ প্রকাশ করে জানান, কীভাবে এত বড় চুরি সম্ভব, তা তাঁর বোধগম্য নয়।

তিনি আরও জানান, চুরি হওয়া সরঞ্জামের দায় ক্লাবের নয়, এটি পিডব্লিউডি-র তত্ত্বাবধানে থাকে। তবে নতুন করে মেরামতির কাজ শুরু হয়েছে।

এদিন কলকাতা লিগে ইস্টবেঙ্গল ৩-০ গোলে হারায় ইউনাইটেড কলকাতাকে। খেলা শেষে সাংবাদিক বৈঠকে দর্শকসংখ্যা প্রসঙ্গ উঠতেই আলোচনায় আসে ফ্লাডলাইটের বিষয়টি। পাশাপাশি দেবব্রতবাবু জানান, সুপার কাপের ভেন্যু নিয়ে আলোচনা চলছে। বাংলায় হলে ব্যয়ভার বাড়বে, তাই বাইরে কোনও জায়গায় হওয়ার সম্ভাবনা বেশি। দলের পারফরম্যান্স প্রসঙ্গে তিনি বলেন, আরও উন্নতি প্রয়োজন এবং সমর্থকদের আহ্বান জানান মাঠে এসে খেলোয়াড়দের পাশে দাঁড়াতে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top