খেলা – ইস্টবেঙ্গল সোমবার নিজেদের মাঠে চ্যাম্পিয়নশিপ রাউন্ডের শেষ ম্যাচ খেলতে নেমে ইউনাইটেড স্পোর্টসকে ২-১ গোলে পরাজিত করে কলকাতা লিগ জিতল। এইদিন যদি ম্যাচ ড্র হতো, তবুও লাল-হলুদ ব্রিগেড খেতাব জিততে পারত। তবে ড্রয়ে সন্তুষ্ট না হয়ে, ইস্টবেঙ্গল জয় নিশ্চিত করে তিন পয়েন্ট নিয়ে অপরাজিত থেকেই লিগের শিরোপা নিজের করে নেয়।
ম্যাচের শুরু থেকে ইস্টবেঙ্গলের খেলোয়াড়রা আগ্রাসী মনোভাব দেখান। ৪২ মিনিটে আসে প্রথম গোলের মুহূর্ত। ইস্টবেঙ্গলের ফুটবলার প্রথম শট নেন, যা ইউনাইটেডের গোলকিপার রৌনক ঘোষ আটকান। তবে ফিরতি বলের সুযোগে আবারও শট নেন ডেভিড এবং ইস্টবেঙ্গল এগিয়ে যায় ১-০ গোলে।
ম্যাচের শেষের দিকে শ্রীনাথের গোলে সমতা ফিরিয়ে আনে ইউনাইটেড স্পোর্টস। ৬৫ মিনিটে আমন সিকে’র পরিবর্তে মাঠে নামেন গুইতে। পরবর্তীতে শ্যামল বেসরা গোল করে ইস্টবেঙ্গলকে ২-১ গোলে এগিয়ে দেন।
এভাবে ইস্টবেঙ্গল ৪১তম কলকাতা লিগ খেতাব জিতল। লাল-হলুদ ব্রিগেডের গোলদুটি আসে ডেভিড এবং শ্যামল বেসরার থেকে। ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে পরাজিত করে ইস্টবেঙ্গল চূড়ান্ত বিজয়ী হিসেবে নিজেদের অবস্থান নিশ্চিত করে।
