নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর ১৫ জানুয়ারি ২০২১: শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর থেকেই তার অনুগামী থেকে শুরু করে বহু তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে দায়িত্বপ্রাপ্ত অনুগামীরা ধীরে ধীরে তার পদ থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগদান করছে। যা নিয়ে রীতিমতো অস্বস্তির মধ্যে রয়েছে জেলা তৃণমূল থেকে শুরু করে রাজ্য তৃণমূল।
শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভার চেয়ারম্যান শ্যামল আদক তার পদ থেকে ইস্তফা দিলেন। যা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ইতিমধ্যেই লিখিত ভাবে জানিয়ে দিয়েছেন শ্যামল আদক পদ থেকে ইস্তফা দেওয়ার কথা। কার্যত তার উপর আঙুল তোলা হয়, পাশাপাশি তার উপর অভিযোগ আছে বিভিন্ন ক্ষেত্রে মানুষের সঙ্গে অপব্যবহার করেছেন এবং পাশাপাশি জন সংযোগ থেকে অনেকটাই সরে ছিলেন তিনি এমনটাই অভিযোগ দলের একাংশের।
আরও পড়ুন….শিশির অধিকারীর পরিবর্তে জেলা সভাপতির দায়িত্বে এলেন সৌমেন মহাপাত্র