ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানায়হু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানালেন ফ্রেন্ডশিপ ডে-এর শুভেচ্ছা। সোশ্যাল মিডিয়ায় মোদীর সঙ্গে ছবির একটি স্লাইড শো পোস্ট করল ভারতে ইজরায়েলের দূতাবাস।
স্লাইড শোয়ের ছবিতে উঠে এল তাঁদের বন্ধুত্ব। সঙ্গে বলিউডের জনপ্রিয় হিন্দি গান।’ইয়ে দোস্তি হম নেহি তোরেঙ্গে।’ফ্রেন্ডশিপ ডে-তে প্রিয় বন্ধু মোদীকে সেই গান ডেডিকেট করলেন নেতানয়হু।
https://twitter.com/IsraelinIndia/status/1157853112251498498