Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
ই টেন্ডারিং নিয়ে গ্রাম পঞ্চায়েতে কড়া বার্তা আলিপুরদুয়ারে

ই টেন্ডারিং নিয়ে গ্রাম পঞ্চায়েতে কড়া বার্তা আলিপুরদুয়ারে

ই টেন্ডারিং নিয়ে গ্রাম পঞ্চায়েতে কড়া বার্তা আলিপুরদুয়ারে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ই টেন্ডারিং নিয়ে গ্রাম পঞ্চায়েতে কড়া বার্তা আলিপুরদুয়ারে। দুর্নিতীর রুখতে কড়া হচ্ছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন। পঞ্চায়েত স্তরে কোন দুর্নিতীর বিরুদ্ধে আইন অনুয়ায়ী কঠোর পদক্ষেপ করবে প্রশাসন।সর্বাধিক নজর থাকবে ই-টেন্ডারের দিকে। জেলা প্রশাসনিক ডুয়ার্স কন্যায় ৬৪ টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, নির্বাহী সহকারী, নির্মান সহায়ক, সচিব, জিআরএস এবং ভিএলইদের সাথে বৈঠক করে কড়া বার্তা দিয়েছেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা। বৈঠকে জেলাশাসক পরিস্কার জানিয়ে দিয়েছেন ই- টেন্ডারের ক্ষেত্রে রাজ্য সরকারের যে নির্দেশ রয়েছে তা যথাযথ ভাবে পালন করতে হবে।

 

চূড়ান্ত স্বচ্ছতা রাখতে হবে টেন্ডারের প্রতিটি ধাপে।নিয়ম মানা না হলে আইন অনুয়ায়ী কড়া পদক্ষেপ করা হবে।জেলা প্রশাসনের সুত্রে এও জানা গিয়েছে,আগামী সপ্তাহের থেকে যেকোন পঞ্চায়েতে আচমকাই পরিদর্শন করতে যেতে পারেন প্রশাসনের শীর্ষ কর্তারা।মূলত জেলার পঞ্চায়েতের কাজকর্ম কতটা স্বচ্ছ, স্বাভাবিক ভাবে চলছে তা খতিয়ে দেখবেন প্রশাসনের কর্তারা।এও জানা গেছে,জনপ্রতিনিধি হোক বা অন্য কোন মহল কোন অসাধু চক্রকে বরদাস্ত করা হবেনা।

 

উল্লেখ্য,রাজ্য সরকারের অর্থ বিভাগের সর্বশেষ নির্দেশ অনুযায়ী ১ লক্ষ টাকা বা তার বেশি মূল্যের জন্য ই-টেন্ডারিংএখন বাধ্যতামূলক।জেলাশাসক গ্রাম পঞ্চায়েত প্রধানদের সবাইকে বারে বারেই বৈঠকে সতর্ক করে কোনরকম বিচ্যুতি যেন না হয় সেদিকে লক্ষ রাখতে বলেন।জেলাশাসক আর বলেন,শুধু পঞ্চায়েত নয়,সরকারি, সরকারি অনুদানপ্রাপ্ত,অধীগৃহীত সব রকমের প্রতিষ্ঠানের প্রতি লক্ষ্য রাখা হবে।

 

জনপ্রতিনিধি হোক বা রাজনৈতিক নেতা,সরকারি কর্মচারী দলমত নির্বিশেষে কোনরকম দুর্নিতীর ঘটনা সামনে এলেই সবচে দ্রুত পদক্ষেপ করবে প্রশাসন।বিশেষজ্ঞ দের একাংশ বলেন, পঞ্চায়েত হোক বা পুরসভা,করপোরেশন বা সরকারি উন্নয়ন সংস্থা টেন্ডার প্রক্রিয়ায় স্বজনপোষন দুর্নিতী হলে সবার আগে রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট হয়।পছন্দের ঠিকাদারকে কাজের বরাত দেওয়া হলে রাজ্য সরকারের অর্থ যেমন নষ্ট হবার সম্ভাবনা থাকে তেমনি একটানা স্বজনপোষণের রীতি চলতে থাকে।

 

এই প্রথাটি এবার ভাঙার কাজ শুরু হয়েছে।প্রশাসনের কর্তাদের একাংশ বলেন, ১ লক্ষ টাকার বেশি কাজের ক্ষেত্রে ই- টেন্ডারিং হলে অনেক বেশি সংখ্যায় ঠিকাদার টেন্ডারে অংশগ্রহণ করতে পারবেন।যোগ্যতা রয়েছে এমন ঠিকাদারই কাজটি পাবেন।জানা গেছে, ২০১২ সালে প্রথম রাজ্যের পুর্ত দপ্তর ৫০ লক্ষ টাকা বা তার বেশি মুল্যের কাজের জন্য ই-টেন্ডার চালু করে।এরপর তা ৫ লক্ষ টাকায় নামিয়ে আনা হয়।

আরও পড়ুন     পশ্চিমবঙ্গের অন্যতম ভুতুড়ে শহর কার্শিয়াং ! 

তবুও দেখা যাচ্ছিলো ৫ লক্ষ টাকাকে কয়েকটি ভাগে ভাগ করে ই- টেন্ডারিং এড়ানো হচ্ছিলো। অর্থাৎ দুর্নিতী থেকেই যাচ্ছিলো। এবার ১ লক্ষ টাকায় নামিয়ে আনা হয়েছে।জেলা প্রশাসনের কড়া বার্তাকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন মহল।উল্লেখ্য, ১০০ দিনের কাজ সহ কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে গত ৩ বছর একটানা সফলতা দেখিয়েছে আলিপুরদুয়ার জেলা।কেন্দ্রীয় টিম সম্প্রতি আলিপুরদুয়ার ঘুরে যায়।প্রশংসা করেছে জেলা প্রশাসনের কাজের।জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা বলেন, সরকারি নির্দেশ মেনে ই-টেন্ডারিং চলবে।৬৪ টি গ্রাম পঞ্চায়েতের প্রধান ব্লক বিডিও দের সাথে নিয়ে আমরা ইতিমধ্যেই বৈঠক করেছি।আমরা চাইছি সবচে স্বচ্ছতার সাথে সরকারি কাজ চলুক। বে আইনি কোন কিছু বরদাস্ত করা হবেনা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top