উড়িষ্যা- পুরীর জগন্নাথ মন্দিরের কাছে এক অদ্ভুত ঘটনা সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে। শনিবার সন্ধ্যায়, একটি ঈগল মন্দিরের পবিত্র পতাকার মতো একটি কাপড় মুখে নিয়ে সমুদ্রের দিকে উড়ে যায়। ঘটনাটি ক্যামেরায় ধরা পড়তেই তা ভাইরাল হয়ে যায়, মানুষের মনে প্রশ্ন জাগিয়েছে-এটি কি ঐশ্বরিক সংকেত, নাকি কেবল প্রকৃতির খেলা?ঘটনার বিবরণ ও প্রত্যক্ষদর্শীর বর্ণনা ।ওড়িশা টিভির প্রতিবেদন অনুযায়ী, সন্ধ্যা ৫টার দিকে পুরীতে একটি আকস্মিক ঝড়ের পর এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঈগলটি প্রথমে মন্দিরের পশ্চিম প্রবেশপথের দিকে উড়ে যায়, তারপর কাপড়টি নিয়ে সমুদ্রের দিকে অদৃশ্য হয়ে যায়। কাপড়টি সত্যিই মন্দিরের পতাকা কি না, তা এখনও নিশ্চিত হয়নি। তবে, ঘটনার সময় ও স্থান এটিকে বিশেষ তাৎপর্য দিয়েছে। সামাজিক মাধ্যমে অনেকে এটিকে গরুড়ের প্রতীক হিসেবে দেখছেন, যিনি ভগবান বিষ্ণুর বাহন। একজন লিখেছেন, “এটি জগন্নাথের আশীর্বাদ ছড়িয়ে দেওয়ার সংকেত।
