ঈদে মুক্তি পেতে চলেছে শাকিব খান ও শবনম বুবলী জুটির সিনেমা ‘বিদ্রোহী’

ঈদে মুক্তি পেতে চলেছে শাকিব খান ও শবনম বুবলী জুটির সিনেমা ‘বিদ্রোহী’

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বেশ কয়েকবার মুক্তির তারিখ পিছিয়ে অবশেষে ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান ও শবনম বুবলী জুটির সিনেমা ‘বিদ্রোহী’। ছবিটির প্রযোজক সেলিম খানের সঙ্গে নায়ক শাকিবের দ্বন্দ্বে নায়ক হয়তো চাচ্ছিলেন না ছবিটি মুক্তি পাক! যার জন্য মুক্তির ঘোষণা এলেও এ ছবির প্রচারণায় খুব একটা সায় নেই তার। ছবিটি নিয়ে এখন পর্যন্ত কোন কথা-ই বলেননি তিনি। তবে থেমে থাকেননি ছবির নায়িকা।

 

এক হাতেই হাল ধরলেন এবং শুরু করলেন প্রচারণা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে চালাচ্ছেন প্রচারণা। আর সেখানেও থাকলো দ্বন্দ্বের ছটা। তিনি লেখেন, ‘‘সিনেমা পুরনো হোক কিংবা নতুন হোক, ভালো হোক কিংবা বেশি ভালো হোক- যাই হোক না দিন শেষে আমাদের অভিনীত এবং আমাদের শ্রম আছে। অথবা সিনেমার সাথে সম্পৃক্ততা থাকুক বা না থাকুক, সব সিনেমাই আমাদের হওয়া উচিত, নিজেদের ভাবা উচিত। ‘বিদ্রোহী’ আসছে এবারের ঈদ উল ফিতরে।’’ জানা গেছে, আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে মোট তিনটি আলোচিত সিনেমা। এরমধ্যে শাকিব খানেরই দুটি। একটি ‘বিদ্রোহী’, অপরটি ‘গলুই’।

আরও পড়ুন  গোবরডাঙার তৃণমূল অঞ্চল সভাপতিকে কুপিয়ে খুনের চেষ্টার ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

‘গলুই’ সিনেমা নিয়ে সরব থাকলেও ‘বিদ্রোহী’ সিনেমার প্রচারণায় অনুপস্থিত এই তারকা। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। তবে ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কোনও শব্দ খরচ করেনি। উল্লেখ্য, ২০১৮ সালে শুরু হয় ‘একটু প্রেম দরকার মাননীয় সরকার’ নামের ছবির। তিনবার নাম পরিবর্তন করে ‘বিদ্রোহী’ নামেই সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। এতে শাকিব খান ও শবনম বুবলী ছাড়াও অভিনয় করেছেন নবাগত মৃদুলা, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন শাহীন সুমন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top