নিজস্ব সংবাদদাতা,কলকাতা ,৫ই জুন :ঈদ উপলক্ষে কলকাতার রেডরোডে আজ সকালে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে তিনি বক্তব্য রাখেন । BJP-কে উদ্দেশ্য করে বলেন, “হামসে যো টকরায়েগা, চুর চুর হো জায়েগা ।” প্রতি বছরের মতো এবছরও কলকাতার রেডরোডে নমাজ় পড়ার আয়োজন করা হয়েছিল । সেখানে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে নিজের ভাষণে তিনি EVM ইশুতে BJP-কে কটাক্ষ করেন।।মমতা সেখানে রাজ্যের সম্প্রীতি ও পরম্পরার কথা মনে করিয়ে বক্তব্য রাখেন । বলেন, “বাংলার মাটি সবার জন্য ।
ঈদের অনুষ্ঠান থেকে BJP-এর উদ্দেশ্য মুখ্যমন্ত্রী বললেন , “হামসে যো টকরায়েগা, চুর চুর হো জায়েগা”
ঈদের অনুষ্ঠান থেকে BJP-এর উদ্দেশ্য মুখ্যমন্ত্রী বললেন , “হামসে যো টকরায়েগা, চুর চুর হো জায়েগা”
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram