নিজস্ব সংবাদদাতা,আমতলা , ৫ই জুন :ঈদের দিনে ১১৭ নম্বর জাতিয় সরকে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ আহত ছয় দুজনের অবস্থা আশংকা জনক ।। ঈদের দিনে বন্ধুবান্ধবের সঙ্গে বাইকে করে বিভিন্ন জায়গার নিমন্ত্রন সারতে হবে সেই কারণে দ্রুতগতিতে যেতে ১১৭ নম্বর জাতিয় সড়কে দুর্ঘটনা একটি বাইক কলকাতার দিক থেকে আমতলা দিকে যাচ্ছিল অপর দিক থেকে অন্য একটি বাইক আমতলা থেকে কলকাতা দিকে যাচ্ছিল বাগীর হাট খড়িবেড়িয়া মাঝামাঝি মুখোমুখি সংঘর্ষ ঘটনাস্থলে দুটি বাইক দু দিকে ছিটকে পড়ে বাইকের আরোহীরা মাটিতে লুটিয়ে পড়ে স্থানীয় মানুষজন এরা তাদেরকে উদ্ধার করে আমতলা গ্রামীন হাসপাতালে নিয়ে যায ঘটনাস্থলে বিষ্ণুপুর থানার পুলিশ গিয়ে দুটি বাইক আটক করে,বাইকে দুটি ছয়জনের মধ্যে এক জনের পরিচয় পাওয়া গেলেও বাকিদের পরিচয় পাওয়া যায়নি,প্ৰত্যক্ষদর্ষীদের বক্তব্য যে দুটি বাইকের প্রচন্ড গতি থাকার কারণেই এই দুর্ঘটনা,কারো মাথায় হেলমেট ছিলো না ।
ঈদের দিনে ঘুরতে গিয়ে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ, আহত ছয়
ঈদের দিনে ঘুরতে গিয়ে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ, আহত ছয়
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram