তাঁর সঙ্গমের সময় নাকি আসেন স্বয়ং ঈশ্বর ! এমন আজব দাবি জানালেন এই মহিলা। বিছানায় সঙ্গমের সময় আসেন ঈশ্বর। তিনি, তাঁর স্বামী ও ঈশ্বর তিনজনে মিলে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। এমনই আজব দাবি করলেন আমেরিকার এক মহিলা নিতা মারি। জানা গিয়েছে নিতা মারির বয়স ৪৫ বছর। সামাজিক মাধ্যমে নিতার জনপ্রিয়তা রয়েছে, বিশেষ করে টিকটকের জগতে। এছাড়াও ইন্সটাগ্রামেও ৯০ হাজারের বেশি ফলোয়ার্স রয়েছে তাঁর।
চল্লিশোর্ধ মহিলারা কীভাবে যৌনজীবন উপভোগ করতে পারবেন সে বিষয়ে বিভিন্ন পরামর্শও দেন তিনি। এর আগে একবার অনলাইনে নগ্নও হয়েছিলেন এই নিতা।
আর ও পড়ুন দীঘা বকখালি জুড়ে প্রবল জলোচ্ছাসের সঙ্গে চলছে নাগাড়ে বৃষ্টি
তখনও দাবি করেছেন ঈশ্বরই তাঁকে এই কাজ করতে বলেছিলেন। তবে শুধু তিনি এবং ঈশ্বর নন। সেই সঙ্গে থাকেন তাঁর স্বামীও। তিনজন একসঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন। আর তাতে নাকি ‘ঐশ্বরিক’ অর্গাজমও হয় নিতার।
নিতা জানিয়েছেন, সঙ্গমের আগে তাঁরা প্রার্থনা করে ঈশ্বরকে ডাকেন। তাতেই নাকি ঈশ্বর চলে আসেন। তিনি আরও জানান, তবে রোজ ঈশ্বরকে ডেকে বিরক্ত করেন না তাঁরা। বড় জোর সপ্তাহে দু থেকে তিন দিন। তাঁর এই দাবি নিয়ে সরগরম হয়েছে সামাজিক মাধ্যম।
উল্লেখ্য, তাঁর সঙ্গমের সময় নাকি আসেন স্বয়ং ঈশ্বর ! এমন আজব দাবি জানালেন এই মহিলা। বিছানায় সঙ্গমের সময় আসেন ঈশ্বর। তিনি, তাঁর স্বামী ও ঈশ্বর তিনজনে মিলে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। এমনই আজব দাবি করলেন আমেরিকার এক মহিলা নিতা মারি।
জানা গিয়েছে নিতা মারির বয়স ৪৫ বছর। সামাজিক মাধ্যমে নিতার জনপ্রিয়তা রয়েছে, বিশেষ করে টিকটকের জগতে। এছাড়াও ইন্সটাগ্রামেও ৯০ হাজারের বেশি ফলোয়ার্স রয়েছে তাঁর।চল্লিশোর্ধ মহিলারা কীভাবে যৌনজীবন উপভোগ করতে পারবেন সে বিষয়ে বিভিন্ন পরামর্শও দেন তিনি। এর আগে একবার অনলাইনে নগ্নও হয়েছিলেন এই নিতা।