উগান্ডা – উগান্ডায় মপক্স ভাইরাসের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মঙ্গলবারের প্রতিবেদন অনুযায়ী, গত আট মাসে দেশটিতে মপক্সে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪,৩৪২ জনে এবং মৃত্যু হয়েছে ৩১ জনের। শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫ জন, যার মধ্যে রাজধানী কাম্পালায়ই শনাক্ত হয়েছে ১২ জন।কাম্পালাকে ভাইরাসটির প্রাদুর্ভাবের মূল কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।
মপক্সের বিস্তার রোধে উগান্ডার স্বাস্থ্য মন্ত্রণালয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং অন্যান্য অংশীদারদের সহায়তায় নিবিড় পর্যবেক্ষণ, রোগী ব্যবস্থাপনা, জনসচেতনতা কার্যক্রম এবং সম্প্রদায়ভিত্তিক উদ্যোগ জোরদার করেছে। গত আগস্টে ডব্লিউএইচও মপক্সকে আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করে এবং এর বৈশ্বিক বিস্তারের আশঙ্কা প্রকাশ করে। মপক্স একটি সংক্রামক রোগ, যা ত্বকে ব্যথাযুক্ত ফুসকুড়ি, জ্বর, মাথাব্যথা, পেশিতে ব্যথা এবং ক্লান্তির মতো লক্ষণ সৃষ্টি করে। বেশিরভাগ মানুষ সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন, তবে কিছু ক্ষেত্রে রোগ গুরুতর আকার ধারণ করতে পারে।
মপক্স সাধারণত আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে ছড়ায়, যেমন ত্বক থেকে ত্বক বা মুখ থেকে মুখের সংস্পর্শ। এছাড়া আক্রান্ত ব্যক্তির শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে তৈরি হওয়া সংক্রামক কণার মাধ্যমেও এটি ছড়াতে পারে। লক্ষণগুলো সাধারণত এক সপ্তাহের মধ্যে দেখা দিলেও সংক্রমণের ১ থেকে ২১ দিন পরও শুরু হতে পারে। রোগের লক্ষণ সাধারণত ২ থেকে ৪ সপ্তাহ স্থায়ী হয়, তবে দুর্বল প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে এটি দীর্ঘস্থায়ী হতে পারে।
