নির্বাচনের নিরাপত্তা নিয়ে পুলিশি উচ্চ পর্যায়ের বৈঠক

নির্বাচনের নিরাপত্তা নিয়ে পুলিশি উচ্চ পর্যায়ের বৈঠক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
উচ্চ

নির্বাচনের নিরাপত্তা নিয়ে পুলিশি উচ্চ পর্যায়ের বৈঠক।  ৪ লক্ষ ভোটারের জন্য মোতায়েন ২২৭২ জন পুলিশ। ৪৭ টি ওয়ার্ডে মোট ৫০২ টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। যার মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৮১। অতিরিক্ত ৮২ টি ভোট গ্রহণ কেন্দ্র প্রস্তুত করে রাখা হয়েছে।

 

স্রপর্শকাতর  বুথে সিসিটিভি সহ ভিডিওগ্রাফির বন্দোবস্ত থাকছে। মুখ্য নির্বাচন আধিকারিক তথা শিলিগুড়ি মহকুমা শাসক শ্রীনিবাস ভ্যাঙ্কটরাও পাতিল জানান , “১৭ শতাংশ বুথ স্পর্শকাতর রয়েছে , সেই সব বুথ গুলোতে সিসিটিভির কড়া নজরদারি থাকবে।”

 

বৃহস্পতিবার সন্ধ্যায় শিলিগুড়ির তথ্যকেন্দ্রে নির্বাচনের নিরাপত্তা নিয়ে পুলিশ কমিশনারেটের উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন , শিলিগুড়ি পুলিশ কমিশনার গৌরব শর্মা , ডিসিপি জয় টুডু সহ , ইস্ট , ওয়েস্ট , ডিডি সহ বিভিন্ন এসিপি ও থানা ও ট্রাফিকের অফিসার ও কর্মীরা। ক্লোজ ডোর বৈঠক শেষে কমিশনার গৌরব শর্মা জানান , নিরাপত্তা নিয়ে বিস্তারিত জাল বিস্তার করা হয়েছে।

 

সেক্টর মোবাইল থেকে , কুইক রেসপন্স টিম , আর টি মোবাইল সহ শহর ও প্বার্শবতী জেলা সংলগ্ন সীমান্ত এলাকাগুলোতেও চলবে নাকা তল্লাশি। কাজে লাগানো হচ্ছে কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপকেও , তৈরি করা হয়েছে স্পেশাল চেকিং টিম।

 

আর ও পড়ুন    হালিশহর পৌরসভার লোকসংস্কৃতি ভবনে আয়োজিত হল তৃণমূল কংগ্রেসের কর্মী সভা 

 

অন্যদিকে, পুলিশ সুত্রে খবর , মোট ২২৭২ জন পুলিশ কর্মীকে নিয়োগ করা হয়েছে। যার মধ্যে বাইরের জেলা থেকে ১৫০০ জন পুলিশ নিয়ে আসা হয়েছে। বাকি শহরের ৭৭২ জন পুলিশ কর্মীকে নিয়োগ করা হয়েছে। যাদের মধ্যে , ১২ জন ইন্সপেক্টর , ২০০ জন এ এস আই ও এস আই , ৬০ জন মহিলা কন্সটেবল , ৫০০ জন পুরুষ। শিলিগুড়ি থানা এলাকায় ৮০০ , এনজেপি থানা এলাকায় ২০০ , ভক্তিনগর থানা এলাকায় ৩০০ এবং মাটিগাড়া ও প্রধাননগর থানা এলাকায় ২০০ জন করে পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে।

 

অপরদিকে যে কেন্দ্র গুলোতে ৩ টে বুথ রয়েছে সেই সব কেন্দ্রের ক্ষেত্রে ২ জন সশস্ত্রবাহিনী ও একজন লাঠিধারী পুলিশ থাকবে , যেসব কেন্দ্রে তিনের অধিক বুথ থাকবে সেই ক্ষেত্রে ৪ জন সশস্ত্রবাহিনী ও একজন লাঠিধারী পুলিশ থাকবে।

 

শহরে ১৭ শতাংশ স্পর্শকাতর বুথের মধ্যে রয়েছে, ১ , ২ , ১৭ , ২২ , ৪৫ নম্বর ওয়ার্ডে দুটি , ৪, ৫ নম্বর ওয়ার্ডে আটটি , ৯ ও ২৮ নম্বর ওয়ার্ডে ছয়টি , ৬ , ১০ , ১৩ , ১৯ , ২০ , ২১ , ৩১ , ৩২ ও ৩৩ নম্বর ওয়ার্ডে একটি করে , ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে পাঁচটি করে , ৪৬ নম্বর ওয়ার্ডের ১৪ টি ও ৪০ ও ৪৪ নম্বর ওয়ার্ডে চারটি করে বুথ স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। যাদের সুরক্ষা ব্যাবস্থায় নিয়োগ করা হয়েছে , ২২৭২ জন পুলিশ , যাদের অধিকাশই লাঠিধারী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top