নিউজ ডেস্ক , ২৬ জুলাই ২০২১: করোনা সংক্রমণের জেরে এই বছর হয়নি উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা না হলেও উচ্চমাধ্যমিকের ফলাফল বের হয়েছে। দশম , একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রাকটিক্যাল পরীক্ষার নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে পড়ুয়াদের উচ্চমাধ্যমিকের ফলাফল। তবে সেই ক্ষেত্রে ৯৭ এর থেকে কিছুটা বেশি শতাংশ পড়ুয়ারা পাশ করেছেন , এবং বাকি ৩ শতাংশ পড়ুয়া পাশ করতে পারে ন। এরপর থেকে পরীক্ষা না নিয়ে ছাত্র ছাত্রীদের ফেল করানোর অভিযোগে তুমুল বিক্ষোভ শুরু হয়েছে রাজ্য জুড়ে।
কখনো স্কুলের সামনে , কখনো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সামনে বিক্ষোভ দেখিয়েছেন ছাত্র ছাত্রীরা। যদি, পাশ না করানো হয় তাহলে ছাত্র ছাত্রীরা আত্মহত্যার ও পথ বেছে নেবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। গতকাল তিলজলার একটি স্কুলের সামনে বিক্ষোভ দেখানোর পর আজ সোমবার, সংশোধিত রেজাল্ট স্কুলে এসেছে বলেই জানা গিয়েছে। এই ক্ষেত্রে , ৭১ জন দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা যারা প্রথমে পাশ করেনি কিন্তু সূত্রের খবর , সংশোধিত রেজাল্টে তাদের প্রত্যেকেই পাশ করানো হয়েছে বলে জানা যাচ্ছে।
পাশাপাশি , নাকতলা আনন্দ আশ্রম এ ২২ জন ফেল করে পড়ুয়ার। সেখানে , ৪ জন একাদশ শ্রেণীতে মাত্র দুটি পরীক্ষা দিয়েও দ্বাদশ শ্রেণীতে তারা পাশ করে যায় , পাল্টা বাকি ২২ জন পড়ুয়া তাদের থেকে বেশি পরীক্ষা দিয়েছে একাদশ শ্রেণীতে , তাহলে তারা কেন পাশ করলো না। মূল্যায়ন নিয়ে প্রশ্ন উঠেছে।একই সঙ্গে , পুলিশ মারধর করেছে বলে অভিযোগ উঠেছে।স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন পড়ুয়াদের অভিযোগ জানানো হয়েছে সংসদের কাছে , যদিও এই বিষয় এখনো সংসদ কিছু জানায় নি।
একই ছবি , মুর্শিদাবাদ ,রায়পুর হাইস্কুলেও। পাশাপাশি , ডোমকল, কৃষ্ণ নগর নিয়ে রাজ্যের প্রতিটা জেলাতেই রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে পড়ুয়াদের ফেল নিয়ে। এই বিষয় তৎক্ষণাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সব জেলার শাসককে চিঠি পাঠালেন স্কুল শিক্ষা সচিব। সম্পূর্ণ পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।