উচ্চমাধ্যমিকে 492 নম্বর পেয়ে রাজ্যে সপ্তম স্থান অধিকার করলেন মৌমিতা বিশ্বাস। আনন্দ আশ্রম সারদা বিদ্যাপীঠ এর ছাত্রী বরানগর আলম বাজারের বাসিন্দা মৌমিতা বিশ্বাস বরানগরে নজর কাড়লেন উচ্চ মাধ্যমিকে সপ্তম স্থান অধিকার করে। মৌমিতা তার এই সাফল্য নিয়ে বলে নিয়মিত সারা দিনে ছয় থেকে আট ঘণ্টা সে পড়াশোনা করতো। এই রুটিনের অন্যথা কোনদিন হয়নি। পড়াশোনার পাশাপাশি সে গান করতে ভালোবাসে বলে জানায়।এত বেশি নম্বর সে পাবে বলে আশা করেনি। তার এই সফলতা জানতে পেরে অনেকটাই আবেগপ্রবণ হয়ে পড়েছে পরিবার পরিজনেরা।
মৌমিতার ভবিষ্যতে ইচ্ছে জিওগ্রাফি অনার্স নিয়ে পড়ে পরবর্তীতে পিএইচডি করার ইচ্ছে আছে । মৌমিতার মা রিতা বিশ্বাস মেয়ের এই সাফল্যে তার গৃহশিক্ষক থেকে শুরু করে স্কুল শিক্ষক শিক্ষিকাদের কৃতজ্ঞতা জানায় । মৌমিতার এই কৃতিতে তার স্কুল আনন্দ আশ্রম সারদা বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষিকা ইন্দ্রানী ভদ্র তাকে ফুল ও মালা দিয়ে বরণ করে নেয়।
আরও পড়ুন – মাধ্যমিকে পাস করার উপহার হিসেবে, বাবার মোবাইল কিনে দিতে দেরি, আত্মঘাতী হলো মেয়ে
উল্লেখ্য, আনন্দ আশ্রম সারদা বিদ্যাপীঠ এর ছাত্রী বরানগর আলম বাজারের বাসিন্দা মৌমিতা বিশ্বাস বরানগরে নজর কাড়লেন উচ্চ মাধ্যমিকে সপ্তম স্থান অধিকার করে। মৌমিতা তার এই সাফল্য নিয়ে বলে নিয়মিত সারা দিনে ছয় থেকে আট ঘণ্টা সে পড়াশোনা করতো। এই রুটিনের অন্যথা কোনদিন হয়নি। পড়াশোনার পাশাপাশি সে গান করতে ভালোবাসে বলে জানায়।এত বেশি নম্বর সে পাবে বলে আশা করেনি। তার এই সফলতা জানতে পেরে অনেকটাই আবেগপ্রবণ হয়ে পড়েছে পরিবার পরিজনেরা।
মৌমিতার ভবিষ্যতে ইচ্ছে জিওগ্রাফি অনার্স নিয়ে পড়ে পরবর্তীতে পিএইচডি করার ইচ্ছে আছে । মৌমিতার মা রিতা বিশ্বাস মেয়ের এই সাফল্যে তার গৃহশিক্ষক থেকে শুরু করে স্কুল শিক্ষক শিক্ষিকাদের কৃতজ্ঞতা জানায় । মৌমিতার এই কৃতিতে তার স্কুল আনন্দ আশ্রম সারদা বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষিকা ইন্দ্রানী ভদ্র তাকে ফুল ও মালা দিয়ে বরণ করে নেয়। উচ্চমাধ্যমিকে