নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ১৮ মার্চ, মাধ্যমিকের সময় ছাত্র-ছাত্রীদের পাশে ছিলেন বিধাননগরের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়।এবার মাধ্যমিকের পর উচ্চ মাধমিকেও পরীক্ষার্থীদের পাশে দাঁড়ালেন ডেপুটি মেয়র।বিধাননগর পুরনিগমের ১ থেকে ৫ নম্বর ওয়ার্ড পর্যন্ত উচ্চিমাধ্যমিক ছাত্র-ছাত্রীদের সংখ্যা প্রায় ২০০ জন।পরীক্ষার প্রতিটি দিনে এই পরীক্ষার্থীদের সঠিক সময়ে স্কুলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন তাপস চট্টোপাধ্যায়।যাতায়াতের মাধ্যম হিসেবে বাস, ভ্যান, অটো- সমস্তরকমের ব্যবস্থা রাখা হয়েছে।
এরসাথে পরীক্ষার্থীদের ডাবের জল দেওয়া হচ্ছে।শুধু তাই নয়, জানা গিয়েছে ওই ওয়ার্ডের পরীক্ষার্থীদের মধ্যে যারা প্রথম পঁচিশ জনের মধ্যে থাকবে তাদের ভবিষ্যতের যাবতীয় পড়াশোনার খরচ তিনি নিজে বহন করবেন সাথে কেউ পড়াশোনার জন্য বিদেশে যেতে চাইলেও সেই খরচ বহন করবেন ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়।
গত শনিবার উচ্চমাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে নারায়ণ বটতলায় পৌঁছে গিয়েছিলেন ডেপুটি মেয়র।এদিন বাসে উঠে সকল ছাত্র-ছাত্রীদের সাথে পরীক্ষামূলক কোনও সমস্যা আছে কিনা তা নিয়ে কথা বলেন।ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়-এর এরূপ উদ্যোগে খুশি সকল পরীক্ষার্থীরা।