রাজ্য – উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) জানিয়েছে, তৃতীয় সেমিস্টারের ফলাফল পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে। ফলাফল আগামী ৩১ অক্টোবর দুপুর ১টা নাগাদ সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাবে। এই তথ্য শুক্রবার জানান সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
এবার প্রথমবারের মতো সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত ২২ সেপ্টেম্বর তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শেষ হয়। প্রকাশিত ফলাফলে শিক্ষার্থীরা মোট প্রাপ্ত নম্বর, বিষয় ভিত্তিক নম্বর এবং বিষয় ভিত্তিক পার্সেন্টেইল দেখতে পারবেন।
উল্লেখ্য, দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টারের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারিতে। চূড়ান্ত রেজাল্ট প্রকাশের আগে দ্বাদশের দুই সেমিস্টারের নম্বর যোগ করে মোট ফলাফলের হিসাব করা হবে।



















