কলোনীর কাউকে উচ্ছেদ করা যাবে না, ঘোষণা মমতার

কলোনীর কাউকে উচ্ছেদ করা যাবে না, ঘোষণা মমতার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
উচ্ছেদ

কলোনীর কাউকে উচ্ছেদ করা যাবে না, ঘোষণা মমতার। কলকাতা  পুরভোটের প্রচারে মমতা ব্যানার্জি। দক্ষিণ কলকাতার  বাঘাযতীনের শ্রীকলোনির যুব সংঘের মাঠে জনসভা করলেন তৃণমূল নেত্রী। টালিগঞ্জ ও যাদবপুর এলাকায় তৃণমূল প্রার্থীদের সমর্থনে সভা করলেন তিনি। সেখান থেকেই রাজ্যের সব উদ্বাস্তু কলোনিকে আইনি স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‌কাউকে উচ্ছেদ করা যাবে না। সকলকে জমির পাট্টা দেওয়া হবে।’‌

 

মমতা  বলেন, ‘‌সারা কলকাতা উড়ালপুলে মুড়ে দেব। সোনারপুর থেকে খিদিরপুর সব জায়গায় উড়ালপুল হবে। জানতাম কয়েক বছর পর কলকাতা ঘন জনবসতিপূর্ণ হয়ে যাবে। তাই উড়ালপুল বানিয়েছি।’‌ তিনি আরও বলেন, ‘‌এই সব এলাকায় পে অ্যান্ড ইউজ টয়লেট ছিল না। করে দিয়েছি।’‌

 

ইউনেস্কো   প্রসঙ্গ তোলেন মমতা ব্যানার্জি। তৃণমূল নেত্রী বলেন, ‘‌অনেক পুরস্কার পেয়েছি। সবুজসাথী , কন্যাশ্রী-‌সহ একাধিক বিষয়ে পুরস্কার পেয়েছি। কিন্তু গতকাল যা পেয়েছি তাতে আমার মন ভেরে গিয়েছে। বাংলা ‘‌বিশ্ব বাংলা’‌ হয়ে গেছে‌। দুর্গাপুজো আজ বিশ্বের পুজো। ইউনেস্কোকে আমরা ধন্যবাদ জানাই।’‌ সেই সঙ্গে তিনি ভোট প্রচারে গিয়ে ফের মনে করিয়ে দেন, আগামী ১ থেকে ১০ জানুয়ারি ও ২০ থেকে ৩০ জানুয়ারি ‘‌দুয়ারে সরকার’ কর্মসূচি হবে।‌

 

আর ও পড়ুন    জঙ্গলমহল জুড়ে পালিত হচ্ছে ছোট মকর পরব

 

উল্লেখ্য, কলোনীর কাউকে উচ্ছেদ করা যাবে না, ঘোষণা মমতার। কলকাতা  পুরভোটের প্রচারে মমতা ব্যানার্জি। দক্ষিণ কলকাতার  বাঘাযতীনের শ্রীকলোনির যুব সংঘের মাঠে জনসভা করলেন তৃণমূল নেত্রী। টালিগঞ্জ ও যাদবপুর এলাকায় তৃণমূল প্রার্থীদের সমর্থনে সভা করলেন তিনি। সেখান থেকেই রাজ্যের সব উদ্বাস্তু কলোনিকে আইনি স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‌কাউকে উচ্ছেদ করা যাবে না। সকলকে জমির পাট্টা দেওয়া হবে।’

 

মমতা  বলেন, ‘‌সারা কলকাতা উড়ালপুলে মুড়ে দেব। সোনারপুর থেকে খিদিরপুর সব জায়গায় উড়ালপুল হবে। জানতাম কয়েক বছর পর কলকাতা ঘন জনবসতিপূর্ণ হয়ে যাবে। তাই উড়ালপুল বানিয়েছি।’‌ তিনি আরও বলেন, ‘‌এই সব এলাকায় পে অ্যান্ড ইউজ টয়লেট ছিল না। করে দিয়েছি।’‌ ইউনেস্কো   প্রসঙ্গ তোলেন মমতা ব্যানার্জি। তৃণমূল নেত্রী বলেন, ‘‌অনেক পুরস্কার পেয়েছি। সবুজসাথী , কন্যাশ্রী-‌সহ একাধিক বিষয়ে পুরস্কার পেয়েছি। কিন্তু গতকাল যা পেয়েছি তাতে আমার মন ভেরে গিয়েছে। বাংলা ‘‌বিশ্ব বাংলা’‌ হয়ে গেছে‌। দুর্গাপুজো আজ বিশ্বের পুজো। ইউনেস্কোকে আমরা ধন্যবাদ জানাই।’‌ সেই সঙ্গে তিনি ভোট প্রচারে গিয়ে ফের মনে করিয়ে দেন, আগামী ১ থেকে ১০ জানুয়ারি ও ২০ থেকে ৩০ জানুয়ারি ‘‌দুয়ারে সরকার’ কর্মসূচি হবে।‌

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top