নিজস্ব সংবাদদাতা,পানাগড় , ৪ ঠা জুলাই : গ্রামের তৃণমূল নেতা বাপ্পা সাঁই এলাকার মানুষ কে প্রধান মন্ত্রী উজালা যোজনার গ্যাস পাইয়ে দেবার নাম করে এলাকার মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন ।সেই টাকা ফেরতের দাবিতে বৃহস্পতিবার তার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ।ঘটনার খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গ্যাস পাইয়ে দেবার নাম করে টাকা নিলেও তার কোনো রশিদ দেওয়া হয় নি। অভিযুক্ত ওই তৃণমূল নেতা বাপ্পা সাঁই বলেন যার কাছে হে পরিমান টাকা নেওয়া হয়েছে সেটা তারা রশিদ পাবে সব কিছুর হিসাব আছে। তার কাছে কোনো রকম ডিস্ট্রিবিউটর শিপ বা এজেন্সি নেই। তিনি শুধু মাত্র এলাকার মানুষ কে গ্রাস এর কানেকশন পাইয়ে দেবার ব্যবস্থা করে দেন তার জন্য কারো কাছে তিনি টাকা নেন না। তিনি যেহেতু তৃণমূল করেন সেই কারণে এলাকার মানুষকে ভুল বুঝিয়ে বিজেপি কাট মানি ইস্যু নিয়ে তার বাড়ি ঘেরাও করে তাকে হেনস্থা করছে এর বেশি কিছু না**।
**বিজেপি নেতা মানস তেওয়ারী বলেন ওই তৃণমূল নেতা মানুষ কে ভুল বুঝিয়ে গরিব মানুষের কাছ থেকে নানান অংকের টাকা নিয়েছেন। তার কোনো হিসাব দেওয়া হয় নি।যেখানে প্রধান মন্ত্রী উজলা যোজনার গ্যাস বিনা মূল্যে পাওয়া যায়। সেখানে উনি গ্যাস পাইয়ে দেবার নামে দুর্নীতি করেছেন। টাকা ফেরত না পেলে আইনের দারোস্ত হবেন তারা
উজালা যোজনার গ্যাস পাইয়ে দেবার নাম করে টাকা নেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে
উজালা যোজনার গ্যাস পাইয়ে দেবার নাম করে টাকা নেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram