খেলা- উডল্যান্ডস হাসপাতাল থেকে ছাড়া পেলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমন গিল। শারীরিক অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে জানা গেছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর শনিবার তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। তবে হাসপাতাল সূত্রে খবর, গিলের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনও পুরোপুরি ম্যাচ-ফিট নন তিনি। ফলে দ্বিতীয় টেস্টে তাঁর নামা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
দলের চিকিৎসক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিম গিলের সুস্থতার ওপর নজর রাখছেন। আগামী কয়েক দিনের পর্যবেক্ষণেই সিদ্ধান্ত নেওয়া হবে তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামতে পারবেন কি না। গিল নিজেও পুরোপুরি সুস্থ হয়ে তবেই মাঠে নামতে চান বলে জানিয়েছেন দলের ঘনিষ্ঠ সূত্র।




















