নিউজ ডেস্ক , ২৭ জুলাই ২০২১: সীমান্ত সংর্ষের জেরে অসমের ছয় পুলিশ কর্মী প্রাণ হারিয়েছেন। মিজোরামের সঙ্গে অসমের চলছে সংঘর্ষ। একের পর এক চলছে গুলি বোমা। উত্তপ্ত আসাম মিজোরাম সীমানা। ৬ পুলিশ কর্মীকে অসমের মুখ্যমন্ত্রী হাসপাতালে দেখতে গিয়েছেন বলেও সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এর সঙ্গে কথা বলেও সমস্যার কোনো সুরাহা হয় নি বলেই জানা গিয়েছে। ৩০০ এর উপর ব্যটালিয়ন টিম অসমের বর্ডারে আসার কথা থাকলেও শেষ খবর পাওয়া অনুযায়ী তারা সেখানে এখনো এসে পৌঁছাননি।
বুধবার অসমে যাচ্ছেন ব্রাত্য বসু,মলয় ঘটক , ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরায় আইপ্যাকের সদস্যদের আটকে রাখা হয়েছে বলেও খবর পাওয়া গিয়েছে।
প্রসঙ্গত , অনেক আগে থেকেই সীমান্ত নিয়ে উত্তপ্ত অসম-মিজোরাম চেক পোস্ট। অসমের তিনটে জেলা এবং মিজোরামের তিনটে জেলাকে ঘিরে থাকে চেক পোস্ট। স্বাধীনতার আগে থেকেই এই পরিস্থিতি চলে আসছে এখানে। সীমানা নির্ধারণ নিয়ে শুরু হয় সমস্যা। মিজোরামের দাবি , যখন পরে সীমানা নির্ধারণ করা হয়েছিল সেখানে ভুল রয়েছে। নিয়ম মেনে করা হয় নি সীমানা নির্ধারণ। এরপর থেকেই চলে আসছে এই সমস্যা। মিজোরামের আরো অভিযোগ বাংলাদেশিরা তাদের জায়গা দখল করে নিচ্ছে। বর্তমানে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। আগুন গুলির লড়াই চলতে থাকছে শুধু সীমান্ত বর্তী অঞ্চলে।