Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
The thief stole the opportunity to stay in an empty house in Uttarpara

উত্তরপাড়ায় ফাঁকা বাড়িতে কেউ না থাকার সুযোগে চুরি

উত্তরপাড়ায় ফাঁকা বাড়িতে কেউ না থাকার সুযোগে চুরি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
উত্তরপাড়ায়

উত্তরপাড়ায় ফাঁকা বাড়িতে কেউ না থাকার সুযোগে চুরি। ফের উত্তরপাড়ায় ফাঁকা বাড়িতে কেউ না থাকার সুযোগে চুরি, এবার আর কে স্ট্রিটে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল,তদন্তে উত্তরপাড়া থানার পুলিশের। পরপর চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ।দুদিন আগে দিনের বেলায় ফ্ল্যাটে চুরি করতে এসে এলাকার মানুষের হাতে ধরা পরে এক দুষ্কৃতি। আজ হুগলি জেলার  আর কে স্ট্রীটের রাস্তার ওপর তিন তলা ফাঁকা বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনটি আলমারী ভেঙে,তালা ভেঙে ,সমস্ত জিনিস লন্ড ভন্ড করে দেয়।

 

আজ সকালে বাড়ির গাড়ি চালক এসে দেখতে পায় মেন গেটের তালা ভাঙা।এলাকার স্থানীয় পুর প্রতিনিধিকে খবর দেওয়া হয় ও পুলিশ কে জানানো হয়। উত্তরপাড়া স্টেশন লাগোয়া একটি আবাসনে এক রাতে সাতটি ফ্লাটে চুরি হয় গত মাসের ২৪ তারিখে। চলতি মাসের বারো তারিখে বি কে স্ট্রিটে একটি বাড়িতে চুরি হয়।
দুদিন আগে দিনের বেলায় বাজার লেনের একটি ফ্লাটে চুরির ঘটনা ঘটে।এক চোরকে ধরে ফেলে স্থানীয়রা।
গত ১৭ তারিখ বি পি এম বি সরণীতে এটিএম ভেঙে লুটের চেষ্টা চালানো হয়।

 

ডানকুনিতে গতকাল দিনের বেলায় একটি এটিএম থেকে টাকা লুটের চেষ্টা হয়।ব্যাঙ্ক কর্মিদের তৎপরতায় ধরা পরে হরিয়ানার গ্যাং। ফ্লাট বা বাড়ি ফাঁকা থাকা, এটিএম এ নিরাপত্তা রক্ষী না থাকার সুযোগে চুরির ঘটনা ঘটছে।পরপর চুরির ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

 

পরপর চুরির ঘটনায় আতঙ্কিত উত্তরপারার বাসিন্দারা।তারা শহরে ফের নৈশ প্রতিরোধ বাহিনী কার্যকরী করার দাবি জানাচ্ছে।নাহলে এই ধরনের চুরির ঘটনা কমবে না।যদিও পুলিশের অনুমান এই চুরির ঘটনা বেশ কয়েকদিন আগেই ঘটেছে,এখন জানা যাচ্ছে,ফাঁকা বাড়ির সুযোগে এই কাজ ঘটানো হয়েছে।

 

এর আগে পুলিশের পক্ষ থেকে বাড়ি ফাঁকা রেখে কেউ বাইরে গেলে থানায় জানিয়ে যাবার কথা জানানো হয়,সেই ক্ষেত্রে এই বাড়িটির ক্ষেত্রে তা জানানো হয়নি।শহরের পুরপ্রশাসক দিলীপ যাদব জানান,গোটা ঘটনার ওপর তিনি দ্রুত ব্যবস্থা নেবেন ও পুলিশের সাথে কথা বলবেন। পরশি জেলা হাওড়ার বালি থেকে দুষ্কৃতিরা আসছে বলে চন্দননগর পুলিশ কমিশনারেট সূত্রে খবর।

 

আর ও পড়ুন     ডিয়ার লটারির টিকিট কেটে একদিনে কোটিপতি মালদার সিভিক ভলন্টিয়ার

 

উল্লেখ্য, উত্তরপাড়ায় ফাঁকা বাড়িতে কেউ না থাকার সুযোগে চুরি। ফের উত্তরপাড়ায় ফাঁকা বাড়িতে কেউ না থাকার সুযোগে চুরি, এবার আর কে স্ট্রিটে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল,তদন্তে উত্তরপাড়া থানার পুলিশের। পরপর চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ।দুদিন আগে দিনের বেলায় ফ্ল্যাটে চুরি করতে এসে এলাকার মানুষের হাতে ধরা পরে এক দুষ্কৃতি। আজ আর কে স্ট্রীটের রাস্তার ওপর তিন তলা ফাঁকা বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনটি আলমারী ভেঙে,তালা ভেঙে ,সমস্ত জিনিস লন্ড ভন্ড করে দেয়।আজ সকালে বাড়ির গাড়ি চালক এসে দেখতে পায় মেন গেটের তালা ভাঙা।এলাকার স্থানীয় পুর প্রতিনিধিকে খবর দেওয়া হয় ও পুলিশ কে জানানো হয়।

 

উত্তরপাড়া স্টেশন লাগোয়া একটি আবাসনে এক রাতে সাতটি ফ্লাটে চুরি হয় গত মাসের ২৪ তারিখে। চলতি মাসের বারো তারিখে বি কে স্ট্রিটে একটি বাড়িতে চুরি হয়। দুদিন আগে দিনের বেলায় বাজার লেনের একটি ফ্লাটে চুরির ঘটনা ঘটে।এক চোরকে ধরে ফেলে স্থানীয়রা। গত ১৭ তারিখ বি পি এম বি সরণীতে এটিএম ভেঙে লুটের চেষ্টা চালানো হয়। ডানকুনিতে গতকাল দিনের বেলায় একটি এটিএম থেকে টাকা লুটের চেষ্টা হয়।ব্যাঙ্ক কর্মিদের তৎপরতায় ধরা পরে হরিয়ানার গ্যাং। ফ্লাট বা বাড়ি ফাঁকা থাকা, এটিএম এ নিরাপত্তা রক্ষী না থাকার সুযোগে চুরির ঘটনা ঘটছে।পরপর চুরির ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top