উত্তরবঙ্গে শিশুদের জ্বরের প্রকোপ বাড়ছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় অজানা জ্বরের উপসর্গ নিয়ে একাধিক শিশু ভর্তি হচ্ছে হাসপাতালে। ডেঙ্গি সহ অন্যান্য জ্বরের প্রকোপ বাড়ছে শিশুদের মধ্যে। ইতিমধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরকে রাজ্য সরকারের পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয়েছে।
দক্ষিণ দিনাজপুর জেলাতেও দিন দিন জ্বরের উপসর্গ নিয়ে বালুরঘাট জেলা হাসপাতালের বহির্বিভাগে শিশুদের নিয়ে আসছেন তাদের পরিবার। যদিও অজানা জ্বরের উপসর্গ নিয়ে জেলার কোন হাসপাতালে শিশু ভর্তি নেই বলে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুকুমার দে জানিয়েছেন।
এদিকে এনিয়ে বুধবার বিকেলে রাজ্য স্বাস্থ্য দপ্তরের সঙ্গে বৈঠক করেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুকুমার দে। প্রসঙ্গত, প্রত্যেক বছর ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন বয়সের মানুষ নানা ধরনের অসুখে আক্রান্ত হন। যার মধ্যে সবচেয়ে বেশি মানুষ জ্বরে আক্রান্ত হন।
বড়দের পাশাপাশি শিশুরাও ঋতু পরিবর্তনের সময় অনেক অসুস্থ হয়ে পড়েন। ইতিমধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আক্রান্ত হচ্ছেন শিশুরা। উত্তরবঙ্গের মধ্যে সবথেকে বেশি শিলিগুড়িতে জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে শতাধিক শিশু। উত্তর দিনাজপুরেও একাধিক শিশু এমন উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আর ও পড়ুন জলে ভাসছে পটাশপুর, খোলা হয়েছে অন্তত একশোটি ত্রাণ শিবির
যদিও এমন উপসর্গ নিয়ে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল সহ জেলার কোন হাসপাতালে শিশু ভর্তি হয় নি বলে জেলা স্বাস্থ্য দপ্তরের দাবি। তবে বালুরঘাট জেলা হাসপাতালের বহির্বিভাগে দিনদিন জ্বরে আক্রান্ত শিশুর চিকিৎসা করাতে আসার সংখ্যা বেড়েছে। সদ্যজাত থেকে ৬ বছরের মধ্যে সব থেকে বেশি শিশু জ্বরে আক্রান্ত হচ্ছেন। এদিকে এবিষয়ে হাসপাতাল গুলির উপর বিশেষ নজর রাখছে দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর।
অন্যদিকে এবিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুকুমার দে জানিয়েছেন, এমন জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে কেউ ভর্তি নেই। এই বিষয়ের উপর বিশেষ নজর রাখছেন তারা৷
ullekhZ, বড়দের পাশাপাশি শিশুরাও ঋতু পরিবর্তনের সময় অনেক অসুস্থ হয়ে পড়েন। ইতিমধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আক্রান্ত হচ্ছেন শিশুরা। উত্তরবঙ্গের মধ্যে সবথেকে বেশি শিলিগুড়িতে জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে শতাধিক শিশু।
উত্তর দিনাজপুরেও একাধিক শিশু এমন উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার বিকেলে রাজ্য স্বাস্থ্য দপ্তরের সঙ্গে বৈঠক করেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুকুমার দে। প্রসঙ্গত, প্রত্যেক বছর ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন বয়সের মানুষ নানা ধরনের অসুখে আক্রান্ত হন। যার মধ্যে সবচেয়ে বেশি মানুষ জ্বরে আক্রান্ত হন।