উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যস্ত এলাকায় ত্রাণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যস্ত এলাকায় ত্রাণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

রাজ্য – উত্তরবঙ্গে একের পর এক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পরিস্থিতি বুঝে নিতে দ্বিতীয়বারের মতো তিন জেলায় সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর উত্তরবঙ্গ যাওয়ার কথা থাকলেও পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে রবিবারই তিনি পৌঁছে যান আলিপুরদুয়ারে। সেখান থেকে সোমবার তিনি যাবেন জলপাইগুড়ি জেলায়, যেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি।

জলপাইগুড়ির নাগরাকাটা ব্লক বর্তমানে দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলির মধ্যে অন্যতম। মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে ত্রাণ বণ্টনের পাশাপাশি সাধারণ মানুষের সমস্যার কথা শুনবেন এবং প্রশাসনিক তৎপরতা খতিয়ে দেখবেন বলে জানা গেছে। রবিবার আলিপুরদুয়ারের হাসিমারা এলাকায় তাঁকে নিজে হাতে ত্রাণ বিলি করতে দেখা যায়। সুভাসিনী চা বাগান এলাকায় গিয়ে দুর্গত মানুষদের পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী।

নাগরাকাটা ও জলপাইগুড়ির পার্শ্ববর্তী এলাকাগুলিতে সোমবার মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থেকে ক্ষয়ক্ষতির পরিদর্শন করবেন, প্রশাসন ও ত্রাণের কাজের অগ্রগতি খতিয়ে দেখবেন। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সবরকম সাহায্য পৌঁছে দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর এই সফর উত্তরবঙ্গবাসীর মধ্যে আশার সঞ্চার করেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top