উত্তরবঙ্গে নতুন করে  ভেঙে গেল তোর্সা নদীর ( Torsa River ) ২০০ মিটার বাঁধ

উত্তরবঙ্গে নতুন করে  ভেঙে গেল তোর্সা নদীর ( Torsa River ) ২০০ মিটার বাঁধ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Torsa River
উত্তরবঙ্গে নতুন করে  ভেঙে গেল তোর্সা নদীর ( Torsa River ) ২০০ মিটার বাঁধ
ছবি সংগ্রহে সাইন টিভি

 

উত্তরবঙ্গে নতুন করে  ভেঙে গেল তোর্সা নদীর ( Torsa River ) ২০০ মিটার বাঁধ। ফলে  আতঙ্কে দলসিংপাড়া রণবাহাদুরবস্তি এলাকার বাসিন্দারা।  কিছুদিন আগেই  আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের দলসিংপাড়া রণবাহাদুরবস্তি এলাকার তোর্ষা নদীর ( Torsa River ) ২৫০ মিটার বাঁধ ভেঙ্গে যায়। সেই আতঙ্ক কাটতে না কাটতেই  শনিবার নতুন করে আরো ২০০ মিটারের বেশি বাঁধ ভেঙে গিয়েছে।  এখন অবধি প্রায় ৫০০ মিটার নদী বাঁধ ভেঙে যাওয়ায় রীতিমতো আতঙ্কে রণবাহাদুরবস্তি এলাকার কয়েক হাজার বাসিন্দা।

 

আর ও পড়ুন    দেবী দুর্গা হয়ে আসছেন কোয়েল মল্লিক ( Koel Mallick)

 

জানা গিয়েছে,   ভুটান পাহাড়ে অনবরত বৃষ্টি ও এলাকায় ভারী বৃষ্টিপাতের ফলে ফুলেফেঁপে উঠেছে তোর্সা নদী আর এই তোর্সা নদীর ( Torsa River ) গ্ৰাসে এখন অবধি ৫০০ মিটার বাঁধ ভেঙে গিয়েছে তোর্সা নদীর জলের স্রোতে নীলপাড়া রেঞ্জের অন্তর্গত জঙ্গলের বহু মূল্যবান গাছ ভেসে গিয়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। বহু বন্যপ্রাণীও  ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

এলাকার বাসিন্দারা জানান, আতঙ্কে আমাদের রাতের ঘুম চলে গিয়েছে। গ্ৰামবাসীরা জানান যে ভাবে প্রতিনিয়ত বাঁধ ভেঙে যাচ্ছে এর ফলে পুরো বাঁধটা ভেঙে যাওয়ার আশঙ্কা থেকে যায় আর পুরো বাঁধ ভেঙ্গে গেলে তোর্সা নদীর জলে পুরো গ্ৰামটা প্লাবিত হয়ে যাবে এই আতঙ্কে আমাদের রাতের ঘুম উবে গিয়েছে। এলাকার মানুষজন অএকেই রাত জেগে বাঁধের দিকে নজর রেখে চলেছেন।

 

উল্লেখ্য, তোর্সা ভাঙনের ফলে  আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের দলসিংপাড়া রণবাহাদুরবস্তি এলাকার তোর্ষা নদীর ( Torsa River ) ২৫০ মিটার বাঁধ ভেঙ্গে যায়। সেই আতঙ্ক কাটতে না কাটতেই  শনিবার নতুন করে আরো ২০০ মিটারের বেশি বাঁধ ভেঙে গিয়েছে।  এখন অবধি প্রায় ৫০০ মিটার নদী বাঁধ ভেঙে যাওয়ায় রীতিমতো আতঙ্কে রণবাহাদুরবস্তি এলাকার কয়েক হাজার বাসিন্দা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top